জানার আগ্রহ মানুষের চিরন্তন, বই হলো তার বাহন, আইনের মৃত্যু আছে কিন্তু বইয়ের মৃত্যু নেই।
۞ এক প্রবাসী বাবার কথা ۞
প্রায় এক দশক ধরে পঞ্চাশোর্ধ বয়সী কালাম সাহেব দুবাইতে কাজ করছে। অল্প বেতন দিয়ে সংসার চলে না বলে কাজ থেকে ফিরে এসেই ব্যাচেলর রুমে রান্নার কাজ করে কিছু বাড়তি ইনকাম করে। রাত দিন কাজ আর কাজ। কালাম সাহেবের অবসর নেই।
ট্যুরিষ্ট ভিসায় দুবাইতে প্রবেশ করে অবৈধ ভাবে বসবাস করে বলে বাড়ীতে যেতে পারে না। তিন মেয়ে ও এক ছেলের ভবিষ্যতের কথ চিন্তা করে কালাম সাহেব দেশে যেতে ভয় পায়। ইতিমধ্য এক মেয়েকে বিয়ে দিয়েছেন। আরো দুই মেয়ে বিবাহ যোগ্য। ছেলে এখনো উপার্জন করার মত বয়স হয়নি।
মেয়েদেরকে বিয়ে দিতে আর ছেলেকে প্রতিষ্টিত করতে কালাম সাহেবকে আরো অনেক কষ্ট করতে হবে। আরো বহু বছর প্রবাসে থাকতে হবে।
এই ভাবে কাজ করতে গিয়ে কোন একদিন কালাম সাহেব পৃথিবী থেকে বিদায় নিবেন। কি পেলেন বা কি পাবেন প্রবাসী কালাম সাহেব?
এই রকম লক্ষ প্রবাসী কালাম সাহেবকে প্রবাসে বসবাস করতে দেখি। তাদের সংখ্যা এখন কোটির কাছাকাছি।
এই সংখ্যা আরো বাড়বে----------------
তাদের দুঃখ কষ্টগুলো কেউ দেখে না---তাদের কথা গুলো কেউ শুনে না----কারন তারা প্রবাসী-------------------
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।