আমাদের কথা খুঁজে নিন

   

RUN MULTIPLE YAHOO MESSENGER AT ONCE , একাধিক ইয়াহু মেসেঞার একসাথে চালান

এখন আর লগ অফ না করে একসাথে একাধিক ইয়াহু অ্যাকাউন্ট পর্যবেক্ষণ করা সম্ভব... কিভাবে? নিচের ধাপ গুলো অনুসরন করুন... ১) আপনার কম্পিউটার এর REGISTRY EDITOR খুলুন ... start menu -> run -> regedit অথবা C:\Windows\regedit.exe উভয়ক্ষেত্রে run as administrator মোডে খুলুন (ছবিতে প্রদর্শিত) ২) এবার নিন্মক্ত ধারা অনুসরন করে "Test" পর্যন্ত আসুন HKEY_CURRENT_USER -> Software -> Yahoo -> pager -> Test ৩) এখন এর উপর ডান বাটন ক্লিক করে নতুন DWORD value (32 bit) তৈরি করুন (ছবিতে প্রদর্শিত) ৪) এবার New Value #1 কে পরিবর্তন করে Plural নাম দিন । একে এবার দুই বার ক্লিক করে যে window টি আসবে তার value data ফিল্ড এ 1 দিন এবং Hexadecimal এর পাশের রেডিও বাটন টি সিলেক্ট করুন তারপর ok দিয়ে (ছবিতে প্রদর্শিত) বের হয়ে আসুন REGISTRY EDITOR থেকে । ব্যাস কাজ শেষ । এখন আপনি যত গুলো খুশি YAHOO MESSENGER খুলে বিভিন্ন ইয়াহু অ্যাকাউন্ট ব্যবহার করতে পারবেন একসাথে । ধন্যবাদ । (ইন্টারনেট থেকে নেয়া )

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।