Student : B.Sc in EEE আজ ২৪ জানুয়ারি। ঐতিহাসিক গণঅভ্যুত্থান দিবসের ৪৪তম বার্ষিকী। ১৯৬৯ সালের আজকের এই দিনে সামরিক জান্তা আইয়ুব খানের বিরুদ্ধে রাজপথে ফুঁসে ওঠেছিল ছাত্র-জনতা। এই দিনে বাঙালির স্বাধিকার আদায় এবং পাকিস্তানি স্বৈরশাসক জেনারেল আইয়ুব খান বিরোধী আন্দোলনে পুলিশের গুলিতে মতিউর রহমানসহ পাঁচজন শহীদ হন। তাদের রক্তের সিঁড়ি বেয়ে আইয়ুববিরোধী গণআন্দোলনসহ স্বাধীনতা আন্দোলন চূড়ান্ত রূপ লাভ করে। বাংলাদেশের মুক্তি সংগ্রামের ইতিহাসে ঊনসত্তরের গণঅভ্যুত্থান দিবস তাই এক তাৎপর্যপূর্ণ মাইলফলক। আগরতলা ষড়যন্ত্র মামলা থেকে বাঙালির স্বাধীকার আন্দোলনের প্রাণ পুরুষ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ রাজবন্দিদের মুক্তি দিয়ে পদত্যাগে বাধ্য হয়েছিলেন স্বৈরাচরী আইয়ুব খান। বাঙালির দীর্ঘ স্বাধীনতার ইতিহাসে এই দিনের তাৎপর্য অপরিসীম।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।