আমাদের কথা খুঁজে নিন

   

কবি শৈবাল আদিত্যের কবিতা : হিসেবের পদ্য

রোদ ভেঙ্গেছে আজ। একটা মনে অনেক স্বপন লুকিয়ে থাকে খুব গোপনে দুইটি চোখের ভালোবাসায় আগলে ছিল তিনটি মানুষ চার হাত-পায়ে কী সাহসে মাড়িয়ে এগোয় পথের ধুলো । পাঁচটি চিকন তুলোট আঙুল মাতৃস্নেহে চুলে হাঁটে ছ'জন ছিল, স্বজন ছিল - হোঁচট খেলে ঘাটতি আদল সাতটি আকাশ গর্ভে পুষে বাস্তুহারা মানুষগুলো ! আটটি আশা সুখের সিঁড়ি - দীর্ঘ সড়ক ভাঙতে শেখায় নয় খোদলে সদলবলে ভরসা ভরা কানায় কানায় দশটি দিকে সেই সাহসে মালী ফোটায় দুঃস্থ ফুলও -

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।