অন্তহীন আমাদের পথচলা,জীবনের বাঁকে-বাঁকে গতির পরিবর্তন। আর চাওয়া - পাওয়ার অসম সমীকরণ। এই নিয়েই আমাদের জীবন যদি ১ঘন্টার জন্য সুখী হতে চান তবে ঘুমিয়ে পড়ুন ।
যদি ১দিনের জন্য সুখী হতে চান তবে পিকনিকে যান।
যদি ১সপ্তাহের জন্য সুখী হতে চান দূর কোথাও থেকে ঘুরে আসুন।
(বিবাহিতদের জন্য : সাবধান বউ বাচ্চা নিয়ে যাবেন না)
যদি ১মাসের জন্য সুখী হতে চান বিয়ে করে ফেলুন। (বিয়ের প্রথম একমাস শ্বশুড়বাড়ির আদয়যত্নে গদগদ হয়ে যাবেন,একমাস পরেই তো বউ বাজারের ব্যাগ ধরিয়ে দেবে)
যদি ১বছরের জন্য সুখী হতে চান বাপদাদার রেখে যাওয়ার সম্পত্তি উজাড় করুন।
যদি সারা জীবনের জন্য সুখী হতে চান তবে আপনার বর্তমান মূল কাজকে উপভোগ করুন। (আমার মত অবিবাহিতদের জন্য আর একটা কথা বিয়ে করবেন না)।
দ্রষ্টব্য :১।
প্রথম আলোর ফান ম্যাগাজিন হতে গৃহীত এবং কিয়দংশ এই অধমের দ্বারা এডিটকৃত ।
২। পোস্টে বিয়ের ব্যাপার স্যাপার আছে তো তাই এটা ২১+ পোস্ট। কারণ ২১ এর আগে কেউ বিয়ে করতে পারে না । আইনে নিষেধ আছে যে।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।