আমাদের কথা খুঁজে নিন

   

তবু সব সুবিধাই ভোগ করছেন বিএনপি এমপিরা

সংসদ অধিবেশনে না গেলেও প্রধান বিরোধীদল বিএনপির প্রায় সব এমপিই শুল্কমুক্ত গাড়ি, বিদেশ সফর, বেতন-ভাতাদিসহ সব সুযোগ-সুবিধা ভোগ করছেন। এমনকি অধিবেশনে অনুপস্থিত থাকলেও নির্দিষ্ট ভাতা নিচ্ছেন তারা। সংসদ সচিবালয় সূত্র জানায়, আবাসিক ও যাতায়াত এবং অন্যান্য ভাতা বাবদ সব সংসদ সদস্যই মাসে ৬০ হাজার টাকা করে পেয়ে থাকেন। এছাড়া গাড়ির জ্বালানি, রক্ষণাবেক্ষণ ও চালকদের বেতন বাবদ পান মাসে ৪০ হাজার টাকা। এসব ভাতার সবগুলোই সংশ্লিষ্ট দফতর থেকে তোলেন বিএনপির সংসদ সদস্যরা।

অধিবেশনে একজন সংসদ সদস্য যোগ দিলে দৈনিক পান এক হাজার টাকা। যদি কোনো সদস্য অধিবেশনে না আসেন, তবে দৈনিক ৩৭৫ টাকা করে ভাতা পান তিনি। বিএনপির প্রত্যেক এমপিই গরহাজিরার এ ভাতা নিয়মিতই নিয়ে থাকেন। এসব সংসদ সদস্যের নামে বরাদ্দ রয়েছে সরকারি বাসভবন। প্রত্যেকের জন্য রয়েছে সরকারি নিজস্ব কার্যালয়।

ব্যবহার না করলেও সরকারি কার্যালয়ের বরাদ্দ বাতিল না করার উদাহরণও রয়েছে বিএনপি এমপিদের। ব্যারিস্টার এএম মাহবুব উদ্দিন খোকন তার নামে এমপি হোস্টেলে বরাদ্দ হওয়া অফিসটি ব্যবহার না করলেও বরাদ্দ বাতিল করেননি। তিনি নিজেও বাংলানিউজের কাছে এ বিষয়টি স্বীকার করেছেন। এ ব্যাপারে জাতীয় সংসদের চিফ হুইপ আব্দুস শহীদ বাংলানিউজকে বলেন, ‘বিরোধীদলের সদস্যরা কেন সংসদে আসেন না তা শুধু তারাই বলতে পারেন। সংসদীয় কমিটিতে বিরোধীদলের সদস্যরা ঠিকই আসছেন।

কিন্তু অধিবেশনে আসছেন না। ’ চিফ হুইপ বলেন, ‘অধিবেশনে না এসেও তারা ৩৭৫ টাকা করে দৈনিক ভাতা নিচ্ছেন। সকল সুবিধা যেহেতু নিচ্ছেন। তাদের উচিত সংসদে আসা। ’ তবে চিফ হুইপের এ বক্তব্যের সঙ্গে দ্বিমত পোষণ করেছেন বিরোধীদলীয় চিফ হুইপ জয়নুল আবদিন ফারুক।

তিনি বলেন, ‘অধিবেশনে যোগ না দিয়ে বিএনপির কোনো এমপি ওই ভাতা (৩৭৫ টাকা) নেয় না। ’ অধিবেশনের যোগ দেওয়া প্রসঙ্গে তিনি আরো বলেন, ‘সংসদ নেতা যদি কমিটমেন্ট করেন যে তার দল সংসদে উগ্র আচরণ করবে না তবেই আমরা সংসদে যাবো। ’ এদিকে সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট দফতরে খোঁজ নিয়ে জানা গেছে, চলতি নবম জাতীয় সংসদে ওই ৩৭৫ টাকা ভাতা নেননি এমন কোনো সংসদ সদস্য নেই। জানা গেছে, সংসদের হিসাব শাখা থেকে বিভিন্ন ভাতা উত্তোলনের বিল তৈরি করে এমপিদের কাছে পাঠানো হয়। এরপর সংশ্লিষ্ট এমপি ওই বিলে স্বাক্ষর করে বিল তোলেন।

বাংলানিউজের অনুসন্ধানে জানা গেছে, বিলাসবহুল গাড়ি আমদানিতেও পিছিয়ে নেই বিএনপির এমপিরা। বর্তমান সরকারের আমলে বিলাসবহুল গাড়ি এনেছেন বিএনপির একাধিক এমপি। এদিকে শুল্কমুক্ত কোটায় দু’বার গাড়ি এনেছেন ব্যারিস্টার মওদুদ আহমদ, এম কে আনোয়ার ও জয়নুল আবদিন ফারুক। সংশ্লিষ্ট সূত্র জানায়, সংসদ সদস্য হিসেবে এ সময়ের মধ্যে নিয়েছেন ব্যারিস্টার মওদুদ আহমদ ২৯৭২ সিসির ব্র্যান্ড নিউ মিতসুবিসি পাজেরো, এমকে আনোয়ার ২৮৩৫ সিসির ব্র্যান্ড নিউ মিতসুবিসি পাজেরো, জয়নুল আবদিন ফারুক ৪৪৬১ সিসির ব্র্যান্ড নিউ টয়োটা ল্যান্ডক্রুজার, জয়নাল আবেদিন (ভিপি জয়নাল) ২০১১ মডেলের ২৯৮২ সিসির ব্র্যান্ড নিউ টয়োটা ল্যান্ডক্রুজার প্রাডো, শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী ও জাফরুল ইসলাম চৌধুরী নিয়েছেন ২০১১ মডেলের ৪৪৬১ সিসির ব্র্যান্ড নিউ টয়োটা ল্যান্ডক্রুজার স্টেশন ওয়াগন। এছাড়া অ্যাডভোকেট মজিবর রহমান সরোয়ার ২০১১ মডেলের ৪৪৬১ সিসির ব্র্যান্ড নিউ টয়োটা ল্যান্ডক্রুজার স্টেশন ওয়াগন, ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন ২০১১ মডেলের ২৬৯০ সিসির ব্র্যান্ড নিউ টয়োটা ল্যান্ডক্রুজার প্রাডো এবং সৈয়দা আসিফা আশরাফী পাপিয়া আমদানি করেছেন ২০১১ মডেলের ৪৪৬১ সিসি ব্র্যান্ড নিউ টয়োটা ল্যান্ডক্রুজার স্টেশন ওয়াগন গাড়ি।

গাড়ি আমদানির ব্যাপারে মওদুদ আহমদের মোবাইল ফোনে যোগাযোগ করা হলে জানানো হয়, তিনি ব্যস্ত রয়েছেন। নবম সংসদের শুরু থেকে এ পর্যন্ত বিরোধীদলীয় এমপিরা সংসদীয় প্রতিনিধি দলের সদস্য হিসেবে আন্তর্জাতিক সম্মেলন, সেমিনার, ওয়ার্কশপসহ নানা বৈঠকে যোগ দিতে বিভিন্ন দেশ সফর করেছেন। মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও বিএনপি দলীয় এমপি এবিএম আশরাফ উদ্দীন নিজান বাংলানিউজকে বলেন, ‘ওয়ারেন্ট অব প্রিসিডেন্স (রাষ্ট্রীয় পদ মর্যাদাক্রম) ও সংসদ কমিটির সিদ্ধান্তের বাইরে বিএনপির এমপিরা কোনো ধরনের সুবিধা নেয় না। বর্তমান সরকারের তিন বছরে বিএনপির কোনো এমপি বাড়তি সুবিধা নেয়নি। ’ তিনি আরো বলেন, ‘অধিবেশনে না যাওয়া আর সংসদীয় কার্যক্রমে অংশগ্রহণ না করা ভিন্ন কথা।

বিএনপি সংসদীয় কমিটির সকল কাজে অংশগ্রহণ করছে। অধিবেশনে না যাওয়ার বিষয়ে আমাদের সুনির্দিষ্ট বক্তব্য রয়েছে। Click This Link ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।