১৬ বছর বয়সী এক ডাচ কিশোরী সমুদ্রে পথে একাকী বিশ্ব ভ্রমণের অভিযান শেষ করে বিশ্বের সমুদ্র অভিযানের ইতিহাসে নতুন ইতিহাস সৃষ্টি করেছে। মহাসাগর থেকে মহাসাগরে, দীর্ঘ এক বছর লম্বা এই নি:সঙ্গ যাত্রায় তার বাহন বলতে ছিল একটি ক্ষুদ্র ইয়ট। অবশেষে আটলান্টিকের ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জের সেন্ট মার্টিন দ্বীপের পোতাশ্রয়ে তার নৌকা ‘গাপি’র কূলে ভেড়ে। আর এর ভেতর দিয়েই সমাপ্তি ঘটে তার এই দীর্ঘ অভিযানের। খবর বাংলানিউজের।
মূলত নৌকার ডেকেই লরা ডেকারের শৈশব বেড়ে ওঠে। সে মাত্র ছয় বছর বয়সেই একা নৌকা চালায়। আর যখন তার বয়স দশ তখন থেকেই সে মূলত স্বপ্ন দেখে সাগর পথে একা একা বিশ্ব পাড়ি দেওয়ার। ১৬ বছরের এই কিশোরী আগামী সেপ্টেম্বরের ২০ তারিখে ১৭ বছর বয়সে পড়বে। এই ভ্রমনের ফলে সে বর্তমানে বিশ্বের সবচেয়ে কনিষ্ঠ নাবিক যে আট মাসের ভেতরে সমুদ্রে পথে বিশ্ব ঘুরে আসতে সক্ষম হলো।
তার আগে এই রেকর্ড ছিল অস্ট্রেলিয়ান বালিকা জেসিকা ওয়াটসনের , যে কিনা তার ১৭ বছর পূর্ণ হওয়ার মাত্র তিনদিন আগে একাকী সমুদ্রপথে বিশ্বভ্রমন সমাপ্ত করে। জেসিকা ওয়াটসন তার অভিযান শেষ করেন ২০১০‘র মে মাসে। তবে ওয়াটসন অভিযানকালে কোনখানে বিরতি নেননি। ডেকার অবশ্য বন্দর থেকে বন্দরে ঘুরে তার যাত্রা শেষ করে। ডেকারের ম্যানেজার অবশ্য এসব রেকর্ডকে একদমই পাত্তা দিচ্ছেন না।
তার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো ডেকারের স্বপ্ন পূরণ হওয়া। সংবাদ মাধ্যমকে তিনি তার প্রতিক্রিয়ায় বলেন ‘তার স্বপ্ন সার্থক হলো, এটাই আমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ’।
১৬ বছরের এই কিশোরী যখন দ্বীপের পোতাশ্রয়ে তার নৌকা থেকে নেমে আসে তখন বাতাসে ছুঁড়ে দেয় উদ্বেলিত দুই বাহু। তার উচ্ছ্বাসের বাঁধ ভেঙে পড়ে বিশ্বজয়ের আনন্দে। লরা ডেকার নামের এই কিশোরীর ইতিহাস সৃষ্টির সাক্ষী হতে বন্দরে শনিবার হাজির হন কয়েক শত মানুষ।
তারা হর্ষধ্বনির মাধ্যমে তার বিজয় উদযাপনের সঙ্গী হন। ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।