আমাদের কথা খুঁজে নিন

   

ফটোগ্রাফি-১

প্রতিটি ক্ষেত্রে ভালো চিন্তা ও সেই সাথে ভালো কাজ করা উচিত। সৎ কাজে আদেশ আর অসৎ কাজে নিষেধ করা উচিত। নিজের কোনো গুন নাই। তাই আম্মা সবসময় বলে, গুনী মানুষের সাথে একটু ঘোরাঘুরি কর। যদি কিছু শিখতে পারোছ।

গুনী মানুষ খুজতে এসে ব্লগে হাজির হলাম। সবার গুন দেইখা আমি পুরাই টাস্কি। অনেকের সাথে পরিচিত হবার পর ফটোগ্রাফির পিছনে একটা নেশার মত ঝোক শুরু হয়ে গেল। ধারদেনা করে একটা Canon 550D মডেলের DSLR ক্যামেরা কিনে ফেললাম। তারপর শুরু করলাম ছবি তোলা।

কিন্তু অন্যাদের মতো করে পারি না। তাদের ছবি দেখলে হা করে তাকিয়ে থাকি। নিজেরটা আর ভালো লাগে না। তারপরও চেষ্টা চালিয়ে যাচ্ছি। দেখা যাক শেষ পর্যন্ত কি হয়।

যেহেতু ভালোবাসি ছবি তুলতে, তাই তা শেয়ার করতেও খুব পছন্দ করি। প্রথম পর্বে আমার পুরনো ক্যামেরা Canon IXUS 105 মডেলের তোলা কিছু ছবি শেয়ার করছি। Radiant Shutter Speed:1/40s ISO:400 Aperture: f/4.0 Spider Shutter Speed:1/60s ISO:80 Aperture: f/2.8 Diamond Ball Shutter Speed:1/500s ISO:160 Aperture: f/2.8 Grasshopper Shutter Speed:1/250s ISO:125 Aperture: f/2.8 Lonely Boat Shutter Speed:1/800s ISO:160 Aperture: f/8.0 Lalbag Kella Shutter Speed:1/400s ISO:125 Aperture: f/3.2 Spider Shutter Speed:1/80s ISO:160 Aperture: f/2.8 Wooden Lamp-Stand Shutter Speed:1/100s ISO:100 Aperture: f/5.6 Green Life Shutter Speed:1/1000s ISO:160 Aperture: f/2.8 Glow Shutter Speed:1/30s ISO:400 Aperture: f/2.8 (বি:দ্র: অনুমতি ছাড়া ছবিগুলোর যেকোনো প্রকার ব্যবহার করা নিষেধ। ) সবাই ভালো থাকবেন ।

সোর্স: http://www.somewhereinblog.net     বুকমার্ক হয়েছে বার

আরো পড়ুন


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।