প্রকৃতিকে করো তব দাস-চে দ্য আইডল (ব্লগার নং - ৩১৩৩৯) মনে পড়ে ঘুমঘুম চোখে চায়ের গ্লাস জড়সড় হয়ে চুপচাপ ক্লাস টিফিনের ব্রেকে আ্ড্ডামুখর রঙতুলিমাখা চিলতে প্রহর মনে পড়ে দুপুরের রোদে কড়ইতলায় মিলিয়ে নেয়া সেসোনাল খাতায় ঠাঁই দাঁড়িয়ে পুরোটা বিকেল ক্লান্ত কিছু মুখ বিকেলবেলায় মনে পড়ে দলবেঁধে যাওয়া বৈকালিক খাবার তারপর সবুজে হারিয়ে যাবার সন্ধ্যাবধি মুখরতায় মনে পড়ে লোডশেডিঙের রাত গিটারের তারে কখনো হলের ছাদ কখনো মাঠে নিজস্ব এক আকুলতায় মনে পড়ে ফেলে আসা সব সোনালী সময় কাশেম মামার চায়ের দোকানে অহেতুক তর্কের মিষ্টি প্রলয় মনে পড়ে স্মৃতির উঠোন প্রিয় গোলচত্ত্বর বাঁচাবাবা হোটেলের খোলা টেবিল রুপায়নের খেয়ালি দোকানপত্তর মনে পড়ে এক্সটেনশান হলের টানা বারান্দা গাছের পাতা ছুঁয়ে নামা সব সন্ধ্যা ঝোপ কেটে করা ক্রিকেটের পীচ পারস্পরিক তামাশা কতশত টীজ মনে পড়ে অর্থহীন আবেগে অদ্ভুত গ্রুপিঙ সিগারেট লালচায়ে অলসদিন মিছিলের জোসে উল্লাসী মুখ বিরোধীব্যানার পোড়ানোর সুখ মনে পড়ে শক্ত লাঠি হাতে দখলের লাষ হাসপাতাল কেবিনে বন্ধু কোনো আর ক্যাম্পাস ছুটি টানা একমাস মনে পড়ে জয়ধ্বনির মঞ্চে উত্তাল নাটক যুদ্ধাপরাধীর ফাঁসি হোক দূর হোক যত মহাপাতক মনে পড়ে অপরিণত হাতে লেখা বিপ্লবী পোস্টার আত্মার শ্লোগানে মুখর মিছিল ধ্বংস পুঁজিবাদের জয় মানবতার মনে পড়ে রাতবিহারির দল সবুজ পাহাড় ভোরের পাখির ডাক সোনালী আলোয় গরম পরোটার পর ঘুমিয়ে যাবার মনে পড়ে বন্ধুতা ভালোবাসার সেই সময় স্বপ্নময় কিছু কাছাকাছি মুখ এখনো বুকের ভেতর ঠিক ঝুলে রয় মনে পড়ে আজ খুব মনে পড়ে যায় বিষন্ন মন তাই এ অবেলায় আবারো সেখানে ফিরে যেতে চায়!
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।