হুম - আমি যদি বলি মঞ্জুরুল আহসান খান যুদ্ধাপরাধের বিচার চায়না - বিশ্বাশ করবেন ? বামপন্থী নেতা অথচ যুদ্ধাপরাধের বিচার চায়না - তাইলে কি তারা আর জামাত-শিবির একই কথা !! একইতো হবার কথা হয়ত ভিন্ন রুপে প্রকাশিত একই জিনিষ । যে যুদ্ধাপরাধীর বিচার চায়না , সে চায় টা কি তাইলে ? আসেন এইছবিটা দেখি -----
একটা ছবি দিলাম - যা অনেক কিছু বলে এবং অতীত রহস্যের মোচা খোলে । অবশ্য যাদের মনে আছে । সূদূর অতীত ২০০৬ এর ২২ শে জানুয়ারীর ইলেকশন পূর্ব সময়ে । খালেদা নিজামি সরকার সব দলের সাথে মিটিং এ বসার আহবান করে ।
চারদলীয় জোট সরকারের সাথে আলোচনায় যায় মঞ্জুরুল আহসান খান ।
এদিকে থাকে ১৪ দলীয় জোট । তখন বলেছিলাম যে মঞ্জুরুল আহসান খান খালেদার কেনা লোক । তাই সে আন্দোলনে না এসে গেলেন খালেদার সাথে দেখা করতে ।
সারা দেশ ২ ভাগে বিভক্ত ছিল একটা হল যুদ্ধাপরাধীর বিচার প্রার্থী আরেকটা হল খালেদা-নিজামী জোট ।
মঞ্জুরুল আহসান খান যুদ্ধাপরাধীর বিচার প্রার্থীদের সাথে ছিলেন না ।
আজকের এই একসাথে দুজনার ছবি , এই একসাথে হওয়া কি আজকের - আমি শুধু বল্লাম- আজকের না । কবেকার তা তারাই ভাল বলতে পারেন । আর এর থেকেও বড় কথা হল ঃ যদি আমি বলি মঞ্জুরুল আহসান খান যুদ্ধাপরাধীর বিচার চান না - আপনি কি বিশ্বাস করবেন ???
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।