আমাদের কথা খুঁজে নিন

   

"সেই ছেলেটি"

বলি বলি করে মোর, বলা হোল না...হৃদয়ের দরজাটা খোলা হলনা সেই ছেলেটি চুপচাপ একা বসে বলেনা কোন কথা খোঁচা খোঁচা দাড়ি চোখের নিচে কালি মাথায় ঘন জঙ্গল কি যেন এক বিষাদে আজ সে স্তব্ধ দেখে মনে হই জীবন্মৃত এতো সেই ছেলেটি যে ক্যাম্পাস কাঁপিয়ে বেড়াত করত কত গানবাজনা,লেখাঝোঁকা,আঁকাআকি উচ্ছ্বাসে কাটাতো বন্ধুদের সাথে চোখে চিকচিক করত নতুন দিনের স্বপ্ন এতো সেই ছেলেটি যে রোদেলা নামের মেয়েটিকে ভালবেসেছিল চোখে চোখ,ঠোঁটে ঠোঁট রেখে বলেছিল ভালবাসার কথা হাত ধরে লেকের পাড়ে কখনওবা লাইব্রেরীর আঙ্গিনায় কখনবা খেলার মাথে বসে প্রেয়সীর সাথে বসে খেলত ভালবাসার খেলা এতো সেই ছেলেটি এখন নেই তার সেদিনের উচ্ছ্বাস নেই কোন স্বপ্ন একবুক ব্যাথা নিয়ে শুধু একা বসে আছে ভৈরব ধারে ঠোঁটের শেষ হয়ে আসা সিগারেট ফেলে দেই সে ভৈরবের স্রোতে চুপচাপ বসে থাকে শুধু একা একা সেই ছেলেটি।।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।