আমাদের কথা খুঁজে নিন

   

কতো রঙ্গের খেলা

নাজমুল ইসলাম মকবুল কতো রঙ্গের খেলা (সিলেটের আঞ্চলিক ভাষায় প্যারডী গান) নাজমুল ইসলাম মকবুল হুইনছনিগো বুবুজান, হুইনছনিগো সোনার চান চলছে দেশো কতো রঙ্গের খেলা গল্লা নাচায় সন্ত্রাসী আর চেলা। । থানা কিংবা অফিস পাড়ায় করে দালালী ছোট বড়ো ভেদ বিছার নাই টাস করি দেয় গালি নেতার পাশে ঘুরাঘুরি নেতার পাশে ঘুরাঘুরি করে সারাবেলা। । চান্দাবাজী ধান্দাবাজী করে চাপাবাজী টেন্ডারবাজী ভেলকীবাজী কতো কাজের কাজী গলাবাজী করে মিটায় গলাবাজী করে মিটায় মনের সকল জ্বালা।

। রংবাজী আর ধাপ্পাবাজী করে রাস্তা ঘাটে নেতার নামে দখলবাজী করে হাঠে মাঠে ওরাই কিন্ত দলকে পরায় ওরাই কিন্ত দলকে পরায় পরাজয়ের মালা। । নেতার গেছে গিয়া মারে খাটি হইরর তেল জনগনর লগে করে আজব রঙ্গের খেল মন্ত্রী এমপির পাওয়ার দেখায় মন্ত্রী এমপির পাওয়ার দেখায় সকাল বিকাল বেলা। ।

পাঠশালা পাশ করছে কিনা ওইযায় গিয়া নেতা বিয়া করিয়া পুয়া পুড়ির বাপ তবুও ছাত্র নেতা রান্দা কুড়াল বন্দুক পিস্তল রান্দা কুড়াল বন্দুক পিস্তল যেন গলার মালা। । (গাইতে চাইলে সুরের জন্য যোগাযোগ করতে পারেন ০১৭১৮৫০৮১২) ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।