আমাদের কথা খুঁজে নিন

   

গাংচিলের অপার্থিব দুপুর !

আমি যে কেনো কাঁদি , জন্মাবধি ! বৃষ্টি-দগ্ধ হয়ে ডুবে থাকি কারো তন্দ্রাহত দৃষ্টির গভীরে ... উৎসর্গ : রেজওয়ান মাহবুব তানিম ভাই কে , যিনি আমাকে সদা অনুপ্রেরণা দিয়ে যাচ্ছেন । । রেজওয়ান মাহবুব তানিম ভাই এর গলায় আমার কবিতা । পুরো আবৃত্তি মোবাইলে রেকর্ড করা , তাই অডিও কোয়ালিটি হয়তো একটু খারাপ । পুরো কবিতাটি নিচে দিলাম , গাংচিলের অপার্থিব দুপুর ! কবি তোমায় স্বাগতম , স্বাগতম এই রঙ্গমঞ্চে , সাজ পোশাকের আড়ালে , শোন কবি , গাংচিলের এই অপার্থিব দুপুরে - নিঃসঙ্গ বেদনার বুনন আজ , তোমাকে আঁকতেই হবে , একে দাও - ওই প্রজাপতির ডানায় ।

গতজনমের পাপ সব মুছে গেছে , জলের শব্দে , শেওলার মেটে ঘ্রানে নদীর জলে মাছরাঙ্গার ছায়ায় , জলজ গল্পের ভিড়ে । অর্জুনের ডালে বসে থাকা - ওই ধূসর দোয়েলের ডাকে , বেদনা তুমি খুঁজে পাবেনা কোথাও , পাবেনা শুন্য নদীর তীরে , বহুকাল আগে সেই কবে - বেদনা হারিয়ে গেছে কষ্টের আড়ালে । ঝর্ণার নিচে ঠান্ডা জলে সেই সুপ্রাচীন কাল থেকে বেঁচে আছে , আছে কান্না , কোকিলের ছন্দ । সূর্যের আলোয় শিশিরের মরণ , জলজ গানে অচিন আহ্ববান , লেখা হয়ে গেছে রূপকথার গল্পে । জীবন তার ফুরায়নি প্রেমহীন , ঘাসের ডগায় ফেলে আসা পায়রার চিহ্ন মুছে যায় নাই তখন , অবেলায় ।

লীন মধ্যাহ্নের রূপরেখায় , নিমের প্রাচীন তলায় – মহাভারতের পৌরাণিক আখ্যান শুভ্র পাগলের চোখের কোণে জল হয়ে জমে থাকে ! ডাহুকের পালকে অপার্থিব নকশা জেগে থাকে , তাকে ডাকে - অন্য অভিসারে , কালো মায়ায় , প্রেমহীন কাব্যে ! ********** রেজওয়ান মাহবুব তানিম ভাই এর গলায় আমার কবিতা :  ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।