আমাদের কথা খুঁজে নিন

   

▇▇▇▇▇▇ পিপা ভোট স্থগিত▇▇▇▇▇▇

আমার ব্লগে যখন আইছেন কিছু না বইলা যাইয়েন না । সমালোচিত প্রটেক্ট আইপি অ্যাক্ট (পিপা) এর সমর্থন বা অসমর্থনে মার্কিন কংগ্রেসের ভোট দেয়ার জন্য নির্ধারিত তারিখ ছিল ২৪শে জানুয়ারি মঙ্গলবার। কিন্তু সম্প্রতি সিনেটর রিড জানিয়েছেন, উদ্ভূত পরিস্থিতি বিবেচনা করে ২৪ তারিখে পিপার পক্ষে-বিপক্ষে ভোট গ্রহণ স্থগিত ঘোষণা করা হয়েছে। কোনো বিলের সমর্থনে পাঁচ ভাগের তিন ভাগ সিনেটের সমর্থন অর্থাৎ ন্যূনতম ৬০ জন সিনেটর বিলটির পক্ষে ভোট না দিলে তা বাতিল করা হতে পারে। উল্লেখ্য, এর আগে গত বুধবার মেজর ইন্টারনেট জায়ান্টরা প্রটেক্ট আইপি অ্যাক্ট (পিপা) এবং স্টপ অনলাইন পাইরেসি অ্যাক্ট (সোপা) এর প্রতিবাদ করে নিজেদের ওয়েবসাইট সাময়িকভাবে বন্ধ রেখেছে। আজ শুক্রবার সিনেটর হ্যারি রিডের দেয়া স্থগিত বক্তব্যে বিশ্লেষকরা ধারণা করছেন, সোপা/পিপার বিরুদ্ধে যুদ্ধ এখনো শেষ হয়ে যায়নি ফেইসবুকনিউজ২৪.কম থেকে কপিপেস্ট

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।