I like to hear complain from my readers about my lacks.............................................আমি এক পরী যার ডানাও নেই, আকর্ষনও নেই টাইম রান'স! দুবছরের ব্লগ হলো আমার। তবে এটা ঠিক, অনেক অ্যাবসেন্ট থেকেছি গত দুইমাস, সেদিক থেকে হয়ত ব্লগটা দুইবছর লেখা হলোনা। প্রতিশ্রুতি বা তেমন কিছু দিতে আজকে লিখছিনা। মিথ্যা বলাটা খারাপ। তবে বলতে পারি, হয়ত আজকে আবারো ব্লগে প্রবেশ করলাম অনেকদিনের জন্য। লেখাও ভুল হচ্ছে এতদিন পর আসার জন্য, আর ঠিক কি লেখা উচিত জানি না। তবে এই লেখাটা থাকলো, এখানে আপনারা অভিযোগ করুন, অনুযোগ করুন। অনেকদিন কারো সমালোচোনা পাইনি, দাবি আছে কেউ করবে আজকে নিশ্চয়ই! ব্লগে নিয়মিত হবার আশা করব, প্রতিশ্রুতি নাহয় নাই দেই। তবে আজকে চাই কেউ আমাকে বলুক আমার লেখাগুলোতে আমার কিছু পরিবর্তন, আমি আমার পাঠকের জন্য তা করতে প্রস্তুত, শুধু অসম্ভব কিছু বলবেন না। ভালো থাকুন, হ্যাপি লেইট বর্ষপুর্তি টু মাই ব্লগ! একটা আশা, আপনারা কিছু ভালো বক্তব্য দিবেন, ভালো থাকুন সবসময়!
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।