আমাদের কথা খুঁজে নিন

   

শেখ হাসিনা - শহীদ আফ্রিদি - সোনিয়া গান্ধী - ক্রিস গেইল

ভাঙ্গতে পারবে না আমি ভঙ্গুর নই। ছুঁতে পারবে না কভু যদি ক্ষিপ্র হই। সোনিয়া গান্ধী ২০০ ভরি স্বর্ণের মেডেল নিয়ে গেলে আমাগো মাথা আউলায় গেছিলো, অথচ তার মূল্য ছিল মাত্র ১ কোটি টাকা। ওদিকে শহীদ আফ্রিদি এক ধাক্কায় নিয়ে গেলো ৬ কোটি টাকা, আর ক্রিস গেইল নিয়ে গেলো পৌনে ৫ কোটি টাকা। সেদিকে কি কারো নজর আছে? কেইরন পোলার্ড পাইলো আড়াই কোটি টাকা আরো অনেকে আছে।

আবার আমগো দেশের সেরা প্লেয়ার যাকে সবার মাথয় তুলে রাখা উচিত সেই সাকিব পাইলো মাত্র পৌনে ২ কোটি অথচ আশরাফুল যে কিনা আজাইরা চ্যাম্পিয়ন সেই পাইলো ৬ কোটি। সব অবিচার মানি না মানি না। আফ্রিদি একজন অনিশ্চিত প্লেয়ার, ওর চেয়ে ক্রিস গেইল, কেইরন পোলার্ড শতগুন বেশি ভাল। বাংলাদেশের মেয়েরা আফ্রিদির চেহারায় পাগল, গ্যালারিতে "ম্যরি মি" লেখা প্লাকার্ড তুলে ধরে, এখন দেখছি বিপিএলের টিমের মালিকগুলোও সব গে হয়ে গেছে। এরা কোন প্লাকার্ড তুলে ধরেনি, কিন্তু তারচেয়ে বড় প্লাকার্ড ঐ ৬ কোটি টাকা।

খেলার যে কোন দিকের বিবেচনায় আমাদের সাকিবকে অন্তত আফ্রিদির চেয়ে বেশি টাকা দেয়া উচিত। কেন নিয়মটা এমন হলো? দেশের জাতীয় দলের ১৫/২০ জন খেলোয়ারকে তাদের গুরুত্ব বুঝে কিম্বা আইসিসিতে তাদের র‌্যাংকিয়ের ভিত্তিতে টাকা দিতে পারতো না? মেধার কোন মুল্য নেই, সবই জুয়া খেলা হলো। ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১৫ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।