আমাদের কথা খুঁজে নিন

   

ঝুম বৃষ্টি আর জ্যোৎস্নার উপাখ্যান

কেন এমন হয়! সুখের বালুকাবেলায় মনের আনন্দে হাটতে-হাটতে মনের অজান্তেই পা দিয়ে বসি বেদনার চোরাবালিতে... ভাবনার সমুদ্র ফুসে ওঠে অকস্মাৎ- তারপর কান্নার বাধভাঙ্গা জোয়ারে শুধুই হাবু-ডুবু খেতে থাকি আমি... এখন গভীর রাত। রাতের অসহ্য নীরবতা আর নিঃসঙ্গতার ছোবলে সমস্ত প্রকৃতি যেন বোবা হয়ে গেছে। বোবা হয়ে গেছি এই আমি ও... প্রচন্ড ব্যাথা আর কষ্টে আমি ও প্রকৃতির মত নিশ্চুপ হয়ে গেছি। জানালা খোলা, বাইরে মুষলধারে বৃষ্টি। মাঝে মাঝে দমকা হাওয়ার তোড়ে ফর-ফর করে উড়ছে জানালার পর্দাগুলো।

যেন মুক্তি পেতে চাইছে... সম্মোহিত চোখে সেদিকে চেয়ে থাকি কিছুক্ষন... ভাবনার জাল ছিন্ন হয়ে যায় অকস্মাৎ। দ্রুতগামী ভারী যানবাহনের বিরক্তিকর হাইড্রোলিক হর্ন আমার চেতনাকে ফিরিয়ে আনে বাস্তবে। প্রচন্ড ব্যাথার ঢেউটা আবারো আসে। তারপর ভেঙ্গে পড়তে থাকে একের পর এক... সেই সাথে একটু একটু করে ভাঙ্গতে থাকি আমি ও। মনের সমস্ত বল একত্র করে রুখে দাড়াবার চেষ্টা করি ঢেউটার বিপরীতে- মূহুর্তেই আবারো ভেসে যাই আমি কষ্টের নোনা সমুদ্রে... চশমা টা ঝাপসা হয়ে আসে, যতবার মুছতে যাই যেন আরো বেশি ঝাপসা হয়ে যায়।

ভাবতেই পারছিনা কাল থেকে আমার মাটিরপরী টাকে আর দেখতে পাবো না, ছুতে পারবো না! গভীর রাতে আবেগী গলায় কেউ ভালবাসার কথামালা নিয়ে গান শোনাবে না! বৃষ্টি আর জোতস্নায় - ছেলেমানুষী আর পাগলাপনায় আর কেউ এ মন ভরাবে না... ঝুম বৃষ্টি আর জ্যোৎস্নার স্বপ্নকে সাথী করে তুমি চলে যাবে বহুদুরে। আমার সীমানা ছাড়িয়ে-আমার সবটুকু নিয়ে... ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।