আমাদের কথা খুঁজে নিন

   

ঃঃঃ রিয়াল মাদ্রিদের সমাধি !!! ঃঃঃ

ঃঃঃঃ চল বহুদূরে...নির্জনে আড়ালে লুকোই...ঃঃঃ রিয়াল মাদ্রিদ ১:২ বার্সেলোনাঁ অনেক দিন পর বার্সার বিপক্ষে স্বরূপে নিজেকে খুজে পেলেন ক্রিস্টিয়ানো রোনাল্ডো! বেঞ্জেমার বাড়িয়ে দেয়া বলে রোনাল্ডো চমৎকার শর্টে বার্সা গোল্কিপার পিন্টোর দু'পায়ের ফাক গলিয়ে বল জালে জরিয়ে দেন খেলার ১১ মিনিটে। খেলার ১৬ মিনিটে ফেব্রিগাসের বাড়িয়ে দেয়া বল ডি-বক্সে চিলিয়ান ফরোয়ার্ড সাঞ্চেজ হেড নিলে অল্পের জন্য লক্ষ্য ভ্রষ্ট হওয়ায় সমতা ফেরার এক চমৎকার সুযোগ হাতছাড়া হয় বার্সার। মাদ্রিদ খুব চাপ সৃষ্টি করে খেলার চেষ্টা করছে, কিন্তু তারা কি সে ধারা ৯০ মিনিট পর্যন্ত ধরে রাখতে পারে কিনা সেটাই এখন দেখার বিষয় ছিল। আর আদতেই তারা সেটা করে দেখাতে পারেনি। ২৬ মিনিটে সাঞ্চেজের বাড়িয়ে দেয়া বলে মেসির শর্ট দৃঢ়তার সাথে ফিরিয়ে দেন রিয়ালের তথা স্পেনের ১নং গোলকিপার।

০-১ গোলে পিছিয়ে থেকে ১ম অর্ধ শেষ করে ২য় অর্ধে চমৎকার ভাবে খেলায় ফিরে আসে বার্সা। ৪৯ মিনিটে জাভির কর্নার কিক থেকে বার্সা অধিনায়ক পুয়েল চমৎকার হেডে দলকে খেলায় ফিরিয়ে নিয়ে আসেন। এই গোলের দেখা পাওয়ার সাথে সাথেই যেন বার্সা খেলায় প্রাণ ফিরে পায়। একের পর এক আক্রমন সা্মলাতে রিয়েল মাদ্রিদের ডিফেন্সকে হিমশিম খেতে হয়, যার পরিপ্রেক্ষিতে ফাবিও ও কালিওনকে হলুদ কার্ড দেখিয়ে সতর্ক করেন রেফারী। নান্দনিকতার পাশাপাশি উভয় দল কিছুটা দৈহিক শক্তিও ব্যবহার করেছে।

৭৭ মিনিটে বার্সা ২য় গোলের দেখা পায় এক রকম আচমকাতেই। মেসির বাড়িয়ে দেয়া বলে বার্সার স্টপার ব্যাক আবিদাল জালে বল জড়াতে একটুও সময় ব্যয় করেননি। শেষ অবদি ২-১ গোলের লিড নিয়ে বার্সা ১ম লেগের খেলা সমাপ্ত করলো। নিজ মাঠে ২৫শে জানুয়ারী ২য় লেগে মুখোমুখি হতে আর তাদের বেশি ভাবতে হবে না। ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।