আমাদের কথা খুঁজে নিন

   

মডু আর ব্লগারদের একটি ডুয়েট গীতিকবিতা.............।

ব্লগার: সামুর মডুরা নতুন ব্লগারদের কথা দিয়েছে, ৭ দিনের কথা বলে সে দুষ্টামি করেছে। ব্লগার : তুমি সামু হেথা দিয়েছিলে কথা, ৭ দিন পরেও ওয়াচে রেখে প্রাণে দিলা ব্যাথা। । । ।

বল সামু প্রথম পাতায় আসতে কতক্ষন, ৭দিন ধরে লাইন দিয়াও পাইলাম না তোমার মন। ব্লগার: সামুর মডুরা নতুন ব্লগারদের কথা দিয়েছে, ৭ দিনের কথা বলে সে দুষ্টামি করেছে। মডু: আমি যখন ব্লগ দেখি, তখন চারিদিকে নিশি, ঘুমের ভেতর কেমন করে নতুন ব্লগারদের দেখি। । ।

নতুন আর পুরান ব্লগারদের কি করে বুঝাই? মডুরা সামুরে ফাঁকি দিয়া সিনেমা হলে যায়। ব্লগার: সামুর মডুরা নতুন ব্লগারদের কথা দিয়েছে, ৭ দিনের কথা বলে সে দুষ্টামি করেছে। মডু: কেমন তোমার হাতের লেখা, কেমন তুমি মিঞা? ব্লগার: এসব কথা রেখে আমায় দাও safe বানাইয়া। ব্লগার: আরে চল চল, চল ব্লগাররা সামুতে ফিরে যাই, সামুর মডুদের গিয়ে নিরালায় বুঝাই। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।