আমাদের কথা খুঁজে নিন

   

চমক হাসানে চমকিত হলাম : ব্রাভো ব্রাদার, এগিয়ে যান, পাশেই আছি

© এই ব্লগের কোন লেখা আংশিক বা সম্পূর্ণ আকারে লেখকের অনুমতি ব্যতীত অন্য কোথাও প্রকাশ করা যাবে না। কদিন আগে ফেসবুকের মাধ্যমে শেয়ারকৃত ইউটিউবের একটা ভিডিও দেখি, সেখানের টাইটেল ছিলো গণিতের রঙ্গে-পর্ব ১-আল মুকাবালা , এইরকম আজব নাম শুনে ভীষন আগ্রহের বশবর্তী হয়ে দেখে ফেললাম সেই ভিডিওটি, আর দেখেই পুরোদস্তুর ফ্যান হয়ে গেলাম চমক হাসানের। মনে প্রশ্ন জাগলো কে এই চমক হাসান যিনি কিনা গল্পের ছলে গনিতের নানান মজার জিনিসগুলো এতো চমৎকার ভাবে উপস্থাপন করেন? তার ভিডিওগুলো একে তো চরম মজার তার উপর গনিতের উপর ভীষনভাবে ভাবতে শিখায়। ফেসবুকের মাধ্যমে জানতে পারলাম, চমক হাসান বুয়েটের ইলেক্ট্রিক্যাল ইন্জিনিয়ারিং ব্যাচ'০৪ এর একজন স্টুডেন্ট। এখন সাউথ ক্যারোলিনাতে পোস্ট গ্র্যাজুয়েশান করছেন।

তাকে দেখলেই মনে হয় ভীষন সহজ-সরল সাদা মনের মানুষ তিনি আর পড়াশুনায় যে কতোটা ব্রিলিয়ান্ট তার ভিডিওগুলো দেখলেই আন্দাজ করা যায়। তিনি কয়েকদিন আগেই জানুয়ারীর আট তারিখ ইউটিউবে তার প্রথম ভিডিও লেকচারটি আপলোড করেন এবং এ পর্যন্ত তিনি মোট তিনটি ভিডিও আপলোড করেছেন, এবং প্রত্যেকটিই প্রচন্ড রকমের সমাদৃত এবং জনপ্রিয় হয়েছে। আপনারা হয়তো অনেকেই ফেসবুকের মাধ্যমে সেগুলো দেখে থাকতে পারেন। যারা মিস করেছেন, তাদের জন্য ভিডিও তিনটিই এখানে আপলোড করে দিলাম। ম্যাথ অলিম্পিয়াডের পর গণিত চর্চার আরেকটি জোয়ারের ব্র্যান্ড হোক চমক হাসান ----তাকে আমার পক্ষ থেকে অনেক অনেক শুভকামনা।

চমক হাসান আপনি আরো এগিয়ে যান, আমরা আপনার সাথেই আছি। ১। গণিতের রঙ্গে-পর্ব ১-আল মুকাবালা : ২। কী নিষ্ঠুর! : ৩। হায়রে শূন্য! : ৪।

৩টি মেয়ে! : ৫। মাথায় চুল কয়টি!!! : চমক হাসানের ফেসবুক পেইজ: http://www.facebook.com/chamok.hasan?sk=wall ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।