আমাদের কথা খুঁজে নিন

   

এই ৭ দিন সমান কত? তা আজও অজানায় থেকে গেল।

কিছু কিছু ব্লগারের প্রোফাইল দেখি ব্লগ লিখেছেন ১মাসের মত, কিন্তু সংকলিত অর্থাৎ প্রথম পাতায় লেখার সুযোগ পাচ্ছে। আবার কাউকে দেখি ৬ মাস কিংবা ১বছর ৭মাস পরেও জেনারেল হতে পারছেনা। তাদের কে ওয়াচ পজিশনে রাখা হয়েছে। এটা কেন? আমার এক বন্ধু সে একটা ভ্রমণ কাহিনী লিখেছে, যখন তার ভ্রমণ কাহিনীটা পড়লাম, অসাধারণ লাগলো। একটা ভ্রমণ কাহিনী এত মজার হতে পারে আমার জানা ছিল না।

বেচারা বন্ধু ১ মাস ৩ সপ্তাহ আগে ব্লগে সাইন আপ করেছে। কিন্তু ওয়াচ পজিশনে ছিল। তাই তার এই অসাধারণ লেখাটা প্রথম পাতায় আর আসল না। সেই ক্ষোভে সে ব্লগ পড়া বাদ দিয়ে দিল। আমি মাঝে মাঝে ভাবি কিসের যোগ্যতা অনুসারে একজন ব্লগার ১মাসের মধ্যে সেফ হতে পারে? আর কি অযোগ্যতার কারণে একজনকে মাসের পর মাস ওয়াচে রাখা হয়? আমার কাছে তো এই ৭ দিন প্রহসন মনে হয়।

এই ৭ দিন =????????????? ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।