আসসালামু আলাইকুম! কায়স ইবন্ সা'দ (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি হিরা শহরে আগমন করে সেখানকার লোকদেরকে মারযুবান (জনৈক ব্যক্তি)-কে সিজদা করতে দেখি। আমি (মনে মনে) বলি, রাসূল (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম)-ই তো সিজদার বেশী হক্দার। তিনি বলেন, আমি নবী (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) এর খিদমতে উপস্থিত হয়ে বললাম, আমি হ...িরাতে গিয়ে সেখানকার লোকদের মারযুবানকে সিজদা করতে দেখেছি। আর আপনিই তো এর বেশী হক্দার। আমরা আপনাকে সিজদা করি ? রাসূল (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) বলেন, তুমি বল, যদি (আমার ইন্তিকালের পর) আমার কবরের পাশ দিয়ে গমন করো তবে কি তুমি সেখানে সিজদা করবে ? আমি বললাম, না। তিনি বলেন, তোমরা সেরূপ করবে না। আর আমি যদি কাউকে সিজদা করতে বলতাম তবে স্ত্রীলোকদেরকে তাদের স্বামীদের সিজদা করতে বলতাম। আর তা এজন্য যে, আল্লাহ্ তাআলা তাদেরকে (স্বামীদেরকে) তাদের (স্ত্রীদের) উপর হক্ প্রদান করেছেন। [আবূ দাউদ, ২১৩৭]
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।