|
|
|
|
|
|
১। Abaddon - হিব্রু ভাষা থেকে এই শব্দের উৎপত্তি । "The Destroyer" আর Apollyon নামেও পরিচিতি আছে ।
Abaddon কে বলা হয় যন্ত্রণাদায়ক পঙ্গপালের রাজা এবং অতল পিট এর দেবদূত , যদিও তার সঠিক পরিচয় নিয়ে ভিন্নমত আছে। হিব্রু ধর্মগ্রন্থের বিভিন্ন জায়গায় "ধ্বংসের জায়গা"[place of destruction] অথবা "মৃতদের রাজ্য" বুঝাতে Abaddon শব্দটির ব্যবহার লক্ষ্য করা যায় ।
আবার বলা হয়েছে, সে Sheol এর অধিকর্তা। Sheol হল সেই জায়গা যেখানে মৃত্যুর পর সকল আত্মা গমন করে। আবার Abaddon হল Gehenna এর একটি জায়গা যেখান থেকে নরকের শুরু। Gehenna প্রাচীন জেরুজালেমের একটি অপবিত্র স্থান [Gehenna was a destination of the wicked] । অপরদিকে খ্রিস্টানদের ধর্মগ্রন্থে স্থানের পরিবর্তে স্বতন্ত্র সত্তা হিসেবে Abaddon কে পরিচয় দেয়া হয়েছে।
সেখানে Abaddon কে ঘোড়া সদৃশ প্রাণী হিসেবে উল্লেখ করা হয়েছে যার চিহ্ন হল - মহিলাদের চুল, সিংহের দাঁত, পোকার পাখা আর কাঁকড়াবিছার লেজ [St. John's Revelation 9:1-11] । আন্তর্জাতিক বাইবেল ছাত্রদের অ্যাসোসিয়েশন Abaddon কে শয়তানের একটি আলাদা রূপ হিসেবে চিহ্নিত করেছেন [C.T. Russel's 1917 posthumous work] । কিছু ধর্মতত্ত্ববিদ আবার Abaddon কে পুনরুজ্জীবিত যিশু বা দেবদূত বলে বিশ্বাস করেন। তার কাজ হল নরকের চাবি সংরক্ষণ করা আর মৃতদের পথ দেখিয়ে দেয়া।
সেই প্রাচীন ধর্মগ্রন্থ থেকে শুরু করে হাল আমলের সিনেমা, বই, গেম, গান বিভিন্ন স্থানে Abaddon এর উল্লেখ আছে।
Poland এর একটি হার্ডকোর ব্যান্ড এর নাম Abaddon । আর যারা Darksiders গেমটা খেলছেন তারা ত জানেনই Abaddon হল ... [না খেলে থাকলে বিরাট মিস করসেন] ।
২। Adramelech - সামারিয়ান শয়তান। "Adramelech" মানে আগুনের রাজা [ King of Fire] ।
কিছু ধর্মগ্রন্থ অনুসারে সূর্য-দেবতার ভিন্ন রূপ। হিব্রু ভাষায় melech মানে রাজা । এই শয়তান কে খুশি করার জন্য প্রাচীন সামারিয়ানরা তাদের শিশুদের জলন্ত আগুনে নিক্ষেপ করত। পৌত্তলিক বিভিন্ন দেবতার মতো Adramelech এরও মন্দির ছিল। Moloch of Carthage আর Adramelech কে অনেক সময় একই মনে করা হয়।
Adramelec এর মাথা ও বুক মানুষের মতো হলেও বাকি অংশ খচ্চর অথবা ময়ূর এর মতো।
Old Testament এ Adramelech নামটির মাত্র ২ বার উল্লেখ পাওয়া যায়। প্রথম বার Assyrian রাজা Sennacharib এর পুত্র Baal Adramelech রুপে যে তার ভাই Sharezer কে সাথে নিয়ে মন্দিরে ধ্যানরত অবস্থায় তাদের পিতাকে হত্যা করে । দ্বিতীয় বার সামারিয়ান সূর্য দেবতা রুপে যাকে Sepharvites জাতি পূজা করত। Gustav Davidson এর মতে, Asmadai আর Adramelech হল শয়তানের সিংহাসনের ২ পাশে অবস্থিত ২ পতিত দেবদূত।
একই সাথে নরকের উপরের সারির একজন আচার্য, শয়তানের অন্যতম পরামর্শদাতা। demonology অনুসারে, ১০ archdemons এর মাঝে ৮ম। বিলজেবাব প্রতিষ্ঠিত Order of the Fly এর প্রধান মন্ত্রী।
প্রাচীন নানা সাহিত্যে Adramelech এর উল্লেখ পাওয়া যায়। জন মিলতনের বিখ্যাত Paradise Lost; Collin de Plancy রচিত গ্রন্থ demonology বা Robert Silverberg এর অনুগল্প Basileus এ।
আবারও Adramelech , ফিনল্যান্ড এর একটি জনপ্রিয় ডেথ মেটাল ব্যান্ড
৩ । Ahpuch - মায়ান ক্যালেন্ডার অনুসারে ২০১২ তেই নাকি পৃথিবীর সমাপ্তি। অত প্রাচীন কালেও উন্নতির চূড়ায় উঠা মায়ানরাও কিন্তু শয়তানের ভয় থেকে মুক্ত ছিল না। তাই মায়ান শয়তান Ahpuch এর উৎপত্তি।
প্রাচীন মায়ান বর্ণনায় Ahpuch কে গলিত হাড় বের হওয়া মাংসপিণ্ড সদৃশ রূপ বলা হয়েছে, মাথাটা প্যাঁচার মতো ।
অ্যাজটেক সভ্যতার Mictlantecuhtli এর মতো Ahpuch এর ও চুল থেকে মাঝে মাঝে মৃত্যুর ঘণ্টা ঝুলানো থাকে। Ahpuch কে বলা হয়েছে মৃত্যু, পাতালপুরী, ধ্বংস ও অন্ধকারের দেবতা। অপর সুত্রানুসারে, মায়ান পাতালপুরীর [পাতাল রাজ্য মায়ানদের আসলেই ছিল, তাও আবার বিশাল , BBC এর একটি চমৎকার Documentary আছে এর উপর] সব থেকে নিচের স্তর Mitnal এর শাসনকর্তা Ahpuch । Ahpuch এর সাথে সখ্যতা gods of war, disease, and sacrifice এর। আর শত্রুতা god of fertility এর সাথে ।
মায়ানরা কেও অশুখে পড়লে তার দরজার বাইরে নানা রকম মন্ত্র ও ছবি আঁকত যাতে Ahpuch মৃত্যু পথযাত্রীর সাথে সাক্ষাত শেষে এর ঘর থেকে বের হয়ে অন্য কার ঘরে না যেতে পারে । তাছাড়াও কারও মৃত্যু হলে মায়ানরা উচ্চ স্বরে বিলাপ করত যাতে Ahpuch ভয় পেয়ে মৃত আত্মা ছাড়া অন্য কোনও জীবিত কে তার সাথে Mitnal এ না নিয়ে যেতে পারে।
Ahpuch এর বার্তা-বাহক হল প্যাঁচা। প্যাঁচার ডাক শুনলে মায়ানরা সেদিন আর ঘর থেকে বের হত না।
৪।
Ahriman - পারসিয়ান পুরাণের প্রধান শয়তানই হল Ahriman । অপর নাম Angra Mainya অথবা "the destructive spirit" । পারসিয়ান পুরাণ অনুসারে, cosmic war এর বিজয়ী Ahura Mazdah [The Wise King] আর The Holy Spirit এর মিলিত শক্তির বিরুদ্ধে নেতৃত্ব দেয় Ahriman ।
অপর সূত্রানুসারে, Zurvan একটি পুত্র সন্তানের জন্য এক হাজার বছর বলী দেবার পরও যখন ফল হচ্ছিল না তখন সে তার কর্মের জন্য অনুতপ্ত হয় এবং দেবতাদের শক্তির মাত্রা নিয়ে সন্দেহ করে। যদিও পরে ২ জমজ ভাই Ohrmazd আর Ahriman এর জন্ম হয় ।
বলা হয়ে থাকে, দেবতাদের শক্তি নিয়ে অবিশ্বাস করার ফলেই Ahriman এর জন্ম । জমজ ২ ভাই কে নিয়ে ভিন্ন ভাবে হলেও Zoroastrianism, Manichaenism, and Buddhism এমন কি ইসলাম ধর্মেও কাহিনির উল্লেখ আছে [হাবিল কাবিল কাহিনী]।
আরও জানতে চাইলে-
Click This Link
জনপ্রিয় টিভি সিরিজ Highlanders এর একটি অন্যতম প্রধান চরিত্র Ahriman যে প্রতি ১০০০ বছর পর পৃথিবীতে আসে ধ্বংসলীলায় মেতে উঠতে। জনপ্রিয় গেম Prince Of Persia তেও Ahriman এর উল্লেখ আছে। ব্ল্যাক মেটাল ব্যান্ড Dark Funeral এর মূল composer আর গিটারিস্ট এর স্টেজ নাম Lord Ahriman
৫।
Amon - আমন নামটা শুনলেই হয়ত প্রথমে বিখ্যাত ভাইকিং মেটাল ব্যান্ড Amon Amarth এর কথা মনে হয়। তবে আমন কিন্তু ভাইকিং দের ধারে কাছের ও কোনও শয়তান নয়। Ars Goetia এর demon দের মাঝে Amon থাকলেও প্রকৃতপক্ষে সে মিশরীয় শয়তান । মিশরীয় পুরাণে আমুন-রা নামে অধিক পরিচিত। প্রাচীন লিবিয়া আর নুবিয়া অঞ্চলেও তার প্রভাব ছিল ।
আমন দেখতে অনেকটা ভেড়ার মাথাওয়ালা কিন্তু বাকি অংশ মানুষের মতো একটি জীব। যদিও মানুষের মুখ সহ আমনের দেখা পাওয়া যায়। আমন কে বলা হত জীবন এবং পুনরুজ্জীবনের দেবতা। Osiris আর আমুন-রা এর নামই প্রাচীন মিশরীয় ধর্মগ্রন্থে সব থেকে বেশি উল্লেখিত । যদিও আমুন-রা কে দেবতা বলেই সব জায়গায় উল্লেখ করা হয়েছে তাও শয়তান হিসেবে তাকে প্রাচীন মিশরীয়রা ভয় করত।
তারা ভাবত দেবতাই ক্রোধের বশবর্তী হয়ে শয়তানের রূপ ধারন করেন। এখন ও মিশরের আনেক স্থানে আমুন-রা এর বিশাল মূর্তি ও স্থাপনা দেখা যায়। আমন কে বলা হয় নিজের দ্বারাই নিজের সৃষ্টি [self-created] । আমন শব্দের অর্থ "লুকায়িত" বা " যা গোপন থাকে" ।
মেটাল হেডদের জানিয়ে রাখি, বর্তমান জনপ্রিয় ব্যান্ড Deicide এর আগের নাম কিন্তু Amon .
বাকি শয়তানদের নাম ঠিকানা কাল জানাবো।
এই ফাঁকে আপনারা একটু এই লেখাটা পড়েন প্লীজ
লিঙ্ক
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।