আমাদের কথা খুঁজে নিন

   

এই ধরনের প্রমান দেখলে , ঈমান আরো শক্তিশালী হয়ে উঠে। তবুও যদি নস্তিকরা ঈমান আনতো ।

সামুর মডারেশন বোর্ডে ক্লিয়ারেশন থাকা দরকার। আল্লাহ পাকের উপর আমরা বিশ্বাস স্থাপন করেছি। কিন্তু মাঝে মাঝে শয়তানের ওসওয়াসায় আমাদের ঈমান দূর্বল হয়ে উঠে। কিন্তু আমরা যদি আল্লাহ পাকের সৃষ্টি নিয়ে চিন্তা করতাম, তবে আমরা শয়তানের এসব কুমন্ত্রনার স্বীকার হতাম না । আল্লাহ পাক কুরআনে বলেন :- "তিনি পাশাপাশি দুই দরিয়াকে প্রবাহিত করেছেন ।উভয়ের মাঝে রয়েছে এক অন্তরাল,যা তারা অতিক্রম করে না ।অতএব তোমরা উভয়ে তোমাদের প্রভুর কোন কোন নেয়ামতকে অস্বীকার করবে ?"-(সুরা আর রাহমান-আয়াত-১৯,২০,২১) " কোরআনের আয়াতের পর এবার নিচের ছবির দিকে তাকান, কিভাবে দুটি নদী একসাথে প্রবাহিত হচ্ছে, কিন্তু একটি আরেকটির সাথে মিশছে না । আল্লাহ পাক আমাদের সবাইকে হেদায়াত দান করুন । ( আমিন ) ছবি সূত্র : - ফেসবুক প্রাপ্ত।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।