হৃদয়ের দু'পাট ঠেলে স্মৃতিরা ঝড় তোলে দুঃখক্রোধে। দেখতে দেখতে নিজের অজান্তেই পেরিয়ে গেলে দুইটি বছর। সময় কত দ্রুত চলে যায়। কিন্তু এই দ্রুত চলে যাওয়া সময় আমাকে দিয়ে গেছে অনেক কিছু যা হয়তো দীর্ঘ সময়েও পাওয়া হতোনা ব্লগে না আসলে। আমি কোন লেখক বা কবি নই।
তবে ব্লগ আমাকে দিয়েছে অনেক কিছু।
সেটা কেমন এখন বলি, এইযে আমি ব্লগে এসে সাহস করে জীবনের গল্প বা যাই হোক কিছু একটা লিখতেছি সেটা আমার জন্য অনেক বড় কিছু। কারন যারা লেখক বা কবি তারা চাইলে যেকোন পত্রিকা বা ম্যাগাজিনে লিখতে পারেন বা ওরা নিজে বই বের করে তাদের মনের কথা প্রকাশ করতে পারেন। আমার মতো যারা লিখতে পারেনা কিন্তু সাধ জাগে মন খুলে লিখতে তাদের জন্য এই ব্লগ। আর ব্লগের বন্ধুদের সহযোগিতা অনেক বড় একটা ব্যাপার।
আমার পরিবারের আমার মা থেকে শুরু করে মোঠামুঠি সবাই লেখালেখির সাথে জরিত। শুধু এই আমি চারা। লিখতে খুব ইচ্ছে হয় কিন্তু পারিনা তা নিয়ে মাঝে মাঝে খুব মন খারাপ হতো। ব্লগে আসার পর থেকে তা হয়না কারন ব্লগ আমার মনের ডাইরী। পারি আর না পারি তবুও যা মনে আসে লিখি মন হালকা হয়, নিজে তৃপ্তি পাই।
আর ব্লগে আসার পর আরেকটা ভালো দিক হচ্ছে অবসর সময় আর বরিং লাগেনা সবার লিখা পড়তে পড়তে কিভাবে যে সময় চলে যায় বলতেই পারিনা। ভালোই লাগে। অনেক সময় আমার মন খারাপ হলে আমি ব্লগে চলে আসি। অনলাইনে বা অফলাইনে অনেকের লেখা পড়ি মন ভালো হোক বা না হোক মন খারাপের আটকে যাওয়া সময়টা দ্রুত চলে যায়। কিছুক্ষনের জন্য হলেও সব ভুলে যাই।
আমার এক বন্ধুর উৎসাহে ব্লগ জীবন শুরু হলেও রেজিস্ট্রেশন করার পরে ব্লগের বন্ধুদের কাছ থেকে পেয়েছি বিভিন্ন পরামর্শ এবং আমাকে উৎসাহ দিয়ে মন্তব্য করেছেন। তাদের উৎসাহে আমি আরো লিখার সাহস পেয়ে লিখছি হিজিবিজি যা মনে আসে তাই। ব্লগের অনেকেই আমার প্রিয় ব্লগার তাদের লেখা বা মন্তব্য অনেক ভালো লাগে। ইচ্ছে ছিল তাদেরকে নিয়ে লিখবো কিন্তু আমি তো অল্প কথায় লিখতে পারবনা। একজনের কথা এক পোষ্টে লিখেও শেষ করতে পারবনা।
তাইলে এতো এতো প্রিয় ব্লগ বন্ধুদের নিয়ে লিখব কবে? জীবন শেষ হয়ে যাবে তবুও মনে হয় আমার লেখা শেষ হবেনা। আবার ভুলে অনেকের নাম বাদ পড়ে যেতে পারে। তাই প্রিয় ব্লগারদের নিয়ে লিখা ও নাম বলা থেকে বিরতি থাকলাম। কিছু প্রিয় ব্লগার হারিয়ে গেছেন। তাদের অনেক মিস করি।
তারা ফিরে আসুক আবার.....
ব্লগে এসে আমি পেয়েছি অনেক প্রিয় দুইটা পরী।
একটা দুষ্ট পরী আর একটা লক্ষী পরী
দুষ্টপরীর কাজ হলো সারাক্ষন লাফালাফি আর পণ্ডিতি করা, কিন্তু কথা বার্তায় যেনো একে বারে বুড়ি তুরতুরি কি পাকা পাকা কথা। আমিতো প্রথমে ওর কথা শুনে ভেবেছিলাম দাদী ওমা পরে দেখি সে তো পিচ্ছি দুষ্ট পরী
লক্ষী পরী অনেক চুপ চাপ, কিন্তু ওর অনেক বুদ্ধি ওর কাছে এলে কেউ মন খারাপ করে থাকতে পারবেনা। ওর ভালোবাসা মাখানো আল্লাদি কথা যেনো যাদুর কাঠি। ভালোবাসার যাদুর কাঠি দিয়ে সে সব দুঃখ ভুলিয়ে মন ভালো করে দেয়।
লক্ষী পরীটার মাঝে মাঝে খুব মন খারাপ থাকে কিন্তু সে তা কাউকে বুঝতে দেয়না। সে অনেক সহজে ভালোবাসতে পারে। আবার অপরাধ করলে সে অনেক সহজে ক্ষমা করে দেয়। মাঝে মাঝে ওর ভাব দেখে মনে হয় মা, মা। আমি বলি খালাম্মা
অনেকে আবার ভাবেন আমরা তিনজন নাকি একই মানুষ।
শুনে অনেক মজা লাগে। ভালোও লাগে। ইস আসলেই যদি তিনজনই এক হতাম। খুব মজা হতো। কারন ওদেরকে আমি আমার মাঝে রাখতে চাই।
কখনও হারাতে চাইনা।
আমার ব্লগের ২য় বর্ষপূর্তি উপলক্ষে সকল শ্রদ্বেয় ব্লগার এরং কর্তৃপক্ষকে আমার অভিনন্দন, কৃতজ্ঞতা ও আন্তরিক ধন্যবাদ।
সবার জন্য
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।