Every emotion have a feelings. But every feelings have no emotion. অনেক প্রতীক্ষার পরে ফ্রিল্যান্সের জন্য রঙিন সূর্য উঠতে যাচ্ছে এই বছরই। এই বছরের মাঝামাঝি (জুলাই থেকে সেপ্টেম্বর) বাংলাদেশে অনলাইন ভিত্তিক অর্থ বিনিময়/লেনদেনের সুবিধা প্রদানকারী প্রতিষ্ঠান পেপাল আসার সম্ভবনা আরও উজ্জ্বল হল। কিছু দিন আগে শেষ হওয়া ই-এশিয়া সম্মেলনে আমন্ত্রিত ইন্টেলের ভাইস প্রেসিডেন্ট জন ডেভিস কে আমাদের বেসিস (বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার এন্ড ইনফরমেশন সার্ভিস) কর্মকর্তাগণ বোঝাতে সক্ষম হন যে পেপাল; দেশ এবং কোম্পানী উভয়ের জন্যই লাভজনক হবে আর মানি লন্ডারিং বা অর্থ পাচারের অহেতুক ভীতির কোন কারণ নাই। এরপর জন ডেভিস দেশে ফিরে পেপালের প্রধান নির্বাহির সাথে এ ব্যাপারে কথা বলেন। আর বাংলাদেশ যেহেতু আগে থেকেই পেপালের ব্যাপারে ইতিবাচক দৃষ্টি দিয়েছিল তাই আর দেশের প্রশাসনিক বা আইনগত কোন সমস্যা নাই। আর প্রতিক্রিয়ায় আগ্রহ দেখিয়েছে পেপাল কর্মকর্তাবৃন্দ। উল্লেখ্য, বাংলাদেশে পেপাল না থাকাতে আমাদের দেশের ফ্রিল্যান্সার এবং আইসিটি এর কাজে অনেক সমস্যার সম্মুখীন হতে হতো।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।