আমরা সবাই অভিনয় শিল্পী এই রঙ্গমঞ্চের...... সকাল বেলা নাস্তার পর চা খান না এমন লোকের সংখ্যা খুবই কম। বেশীর ভাগই চা খান। কেউ বাসায় বানিয়ে খান আবার যাদের বাসায় চা কাওয়া হয় না তাদের চা যোগান দেন পাড়ার মতি মিয়ার মত চায়ের দোকানদার।
আজ সকালে যখন মতি মিয়ার চায়ের দোকানে গেলাম শুরুতেই দেখি দোকান বন্ধ বলে একটা নোটিস লাগিয়ে দিয়েছে। আর পাশের ঘরে বসে মজা দেখতেছে।
চা না খাওয়ার কারনে কার কি অবস্থা হয়। অনেকে তো চায়ের এত নেশা যে না খেলে অবস্থা খুবই খারাপ। তারা আবার দোকন বন্ধ হওয়ার কারন ভালভাবে নিতে পারে নি। যদিও কয়েকদিন ধরেই মতি মিয়ার চায়ের আগের সেই স্বাধ পাওয়া যাচ্ছিল না তার উপর সে নতুন একটা আইন করছে বাকী দিব না । এইটা কোন কথা হইল।
পাড়ার দোকানের চা বকীতে খাওয়া যাবে না।
এই নিয়ে অনেক আলোচনা সমালোচনা মাঝে মতি মিয়া আজ সকালে কোন কারন ছাড়াই বন্ধ করে দিয়েছে।
পাঠক আমি আজ শেয়ার বাজারের কথা বল্লাম। এই বাজার আর আমার পাড়ার চায়ের দোকানের মধ্যে অনেক মিল। আর তা জানতে এইখানে ক্লিক করুন
Click This Link ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।