আমাদের কথা খুঁজে নিন

   

মেঘ বালিকার পত্র --১

আজ তোমাকে দেখলাম ---রক্ত মাংসের তুমি নয় ---vartual তুমি --যা কে শুধুই তাকিয়ে তাকিয়ে দেখতে হয় ---না তার চুল ছোঁয়া যায় ---না তার আঙ্গুল গুলো ফুটিয়ে দেয়া যায় ৫০পয়সা হারে মজুরীতে । মনে হচ্ছিল কত যুগ পরে তোমায় দেখলাম যদিও ঘণ্টার হিসাবে সেটা ঠিক ঠিক ৮৪ ঘণ্টা ।যেই আমি আগের দিন রাতে তোমাকে দেখে পরদিন খুঁজে না পেলে গাল ফুলিয়ে --চোখের জলে সুনামি করে ফেলতাম সেই আমার জন্য ৮৪ ঘণ্টা কি যথেষ্টর চেয়েও বেশি নয় ? তোমাকে দেখার পর আমার ভেতরকার টইটুম্বুর হয়ে থাকা সেই বিখ্যাত জলের কলস টা উপচে পরতে চাচ্ছিল শুধু রাগ করে অন লাইন থেকে চলে যাবে সেই ভয়ে কলসটাকে সামলে রেখেছিলাম ।প্লেনে বসে যখন space ship এর তরুন অভিযাত্রীর মত মেঘ গুলো কে ছুঁয়ে ছুঁয়ে যাচ্ছিলে তখন কি পথে কোন পাহাড় চূড়া দেখেছিলে ? দেখেছিলে দু পাহাড়ের মাঝে আটকে যাওয়া মেঘের টুকরো ?আমিও সেই টুকরো মেঘটির মত, আটকে আছি ---আটকে গিয়েছি তোমার মাঝে ---যাকে তুমি ধরে রাখ নি--- আবার ঝরেও যেতে দাও নি ---অদৃশ্য এক হাতে আগলে রেখেছ --সেই হাত তা না আমার চোখে পরে যায় সে জন্য তোমার চেষ্টার অন্ত নেই । দেখব না বাবু--কোন দিন ও সেই হাত টা কে দেখতে চাইব না ----শুধু সেই হাত টা সরিয়ে নিও না--please ,

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১০ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।