আমাদের কথা খুঁজে নিন

   

৫০ কোটি ডলারের রপ্তানি আদেশ হারাল পোশাকশিল্প

চলমান রাজনৈতিক অস্থিরতার কারণে পোশাকশিল্পের প্রায় ৫০ কোটি ডলারের রপ্তানি আদেশ প্রতিবেশী দেশে চলে গেছে। ঘন ঘন হরতালের কারণে সম্প্রতি এ শিল্পের অনেক উদ্যোক্তাই সমুদ্রপথে পণ্যের জাহাজীকরণ করতে ব্যর্থ হয়েছেন। তাঁদের মধ্যে কেউ কেউ লিড টাইম মোকাবিলার জন্য অতিরিক্ত অর্থ ব্যয় করে আকাশপথে পণ্য রপ্তানি করছেন। এক বিবৃতিতে বিজিএমইএ ও বিকেএমইএর পক্ষ থেকে এসব তথ্য জানানো হয়েছে। সংগঠনের নেতারা রপ্তানিমুখী তৈরি পোশাকশিল্পকে টিকিয়ে রাখার স্বার্থে হরতাল ও অবরোধ কর্মসূচি পালন না করার আহবান জানান।

তাঁরা এ ক্ষেত্রে বিকল্প রাজনৈতিক কর্মসূচি নির্ধারণের অনুরোধ জানান। বিবৃতিতে আরো বলা হয়, কিছু উদ্যোক্তা ইতিমধ্যে স্টকলট পরিস্থিতির সম্মুখীন হয়েছেন। আবার অনেক উদ্যোক্তাই নির্দিষ্ট সময়ের মধ্যে জাহাজিকরণ করতে না পারার কারণে ডিসকাউন্ট, কেন্সেলেশন, ডিফারড পেমেন্ট পরিস্থিতির মুখোমুখি হয়েছেন। বিবৃতিতে উদ্বেগজনক বিষয় হিসেবে বলা হয়, ঘন ঘন হরতাল হওয়ায় পোশাকশিল্পের অপূরণীয় ক্ষতি হয়েছে। পোশাকশিল্পের বড় ক্রেতারা প্রতিবছর অর্ডার নেগোসিয়েশন ও অর্ডার দেওয়ার জন্য এ দেশে তাঁদের প্রতিনিধি পাঠালেও এবারের গ্রীষ্ম মৌসুমকে সামনে রেখে প্রতিনিধি পাঠাতে অনাগ্রহ দেখিয়েছেন।

নিরাপত্তাজনিত কারণ দেখিয়ে অর্ডার নেওয়ার জন্য বাংলাদেশি পোশাক সরবরাহকারীদের তাঁদের হেডকোয়ার্টারে যাওয়ার পরামর্শ দিয়েছেন। সূত্র ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।