আমাদের কথা খুঁজে নিন

   

১১১ দিন পরে আগামীকাল থেকে দৈনিক আমাদের সময় নাঈমুল ইসলাম খানের সম্পাদনায় প্রকাশিত হবে

তারা বলে সম্ভব না, আমি বলি সম্ভাবনা ১১১ দিন পরে পাঠক নন্দিত ভিন্ন স্বাদের দৈনিক আমাদের সময় এর প্রতিষ্ঠাতা ও সম্পাদক নাঈমুল ইসলাম খানের সম্পাদনায় আগামীকাল মঙ্গলবার থেকে প্রকাশিত হচ্ছে। বিগত এক দশকে বাংলাদেশে চাল-ডাল, তেল-নুনের মূল্য লাফিয়ে লাফিয়ে বেড়েছে, তখন সংবাদপত্রের মূল্য নির্দিষ্ট এক যায়গায় স্থির। নানামুনীর নানামত খাকলেও বাস্তবতা এইযে, ২০৪০৪ সালে মাত্র ২টাকা মূল্যে ভিন্নস্বাদের ব্যতিক্রমধর্মী দৈনিক আমাদের সময় প্রকাশিত হলে পাঠক মহলে যেমন ব্যাপকভাবে গ্রহনযোগ্য হয়, তেমনি এর স্বল্পমূল্যের কারণে অন্যান্য সংবাদপত্রগুলোও তাদের বিক্রয়মূল্য বাড়াতে পারেনি। যার শতভাগ কৃতিত্ব বাংলাদেশে আধুনিক সাংবাদিকতার পথিকৃৎ ও সৃষ্টিশীল সম্পাদক নাঈমুল ইসলাম খানের। আমাদের সময় এর প্রকাশনা নিয়ে অনলাইন সংবাদপত্র বিডিনিউজ২৪ জানায়, আমাদের সময়ের সাবেক সম্পাদক ও প্রকাশক নাঈমুল ইসলামের একটি রিট আবেদনে কল্লোলকে প্রকাশক নিয়োগ দিয়ে ঢাকা জেলা ম্যাজিস্টেটের আদেশ সোমবার এক মাসের জন্য স্থগিত করে বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী ও বিচারপতি জাহাঙ্গীর হোসেনের বেঞ্চ।

আদালত একইসঙ্গে গত ২৮ সেপ্টেম্বর দেওয়া জেলা ম্যাজিস্টেট্রের আদেশ (নাঈমুলকে বাদ দিয়ে কল্লোলকে আমাদের সময়ের প্রকাশক করা) কেন আইনগত কর্তৃত্ব বহির্ভূত হবে না, তা জানতে চেয়েছে। আগামী ১২ দিনের মধ্যে জেলা ম্যাজিস্ট্রেট (জেলা প্রশাসক), তথ্য সচিব, চলচ্চিত্র ও প্রকাশনা বিভাগের মহাপরিচালক ও এম এম কল্লোলকে এই রুলের জবাব দিতে বলা হয়েছে। আদেশের পর নাঈমুল ইসলামের আইনজীবী আখতার ইমাম বলেন, এর ফলে এস এম কল্লোল আমাদের সময়ের প্রকাশক হিসাবে থাকছেন না। ফলে নাঈমুল ইসলাম খানই আমাদের সময়ের প্রকাশক হয়ে গেলেন। নাঈমুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমি আবার পত্রিকা বের করব।

কাল থেকেই পত্রিকা বাজারে আসবে। ” তবে কল্লোলের আইনজীবী ব্যারিস্টার রোকন উদ্দিন মাহমুদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, এই আদেশের ফলে এসএম কল্লোলের প্রকাশক হিসাবে থাকছেন না ঠিক, তবে নাঈমুল ইসলামও প্রকাশক হয়ে যাননি। আইনগতভাবে নাঈমুল ইসলাম খান প্রকাশক হিসাবে পত্রিকা বের করতে পারবেন কি না- জানতে চাওয়া হলে রোকন বলেন, “পত্রিকার মালিক নিয়ে কিন্তু কিছু হয়নি। পত্রিকাটি নিউ ভিশনের। নাঈমুল ইসলাম ওই কোম্পানির শেয়ার বিক্রি করে দিয়েছেন।

সুতরাং তিনি ওই কোম্পানির পক্ষে পত্রিকা বের করতে পারবেন না। ” আমাদের সময় পত্রিকাটি নাঈমুল ইসলামই প্রথম প্রকাশ করেছিলেন। বিক্রির ক্ষেত্রে দুই টাকার এই দৈনিক শুরুতেই বেশ সাড়া ফেলে। বর্তমানে পত্রিকাটি মোজাম্মেল হোসেন মঞ্জুর সম্পাদনায় প্রকাশ হচ্ছে। সূত্র: Click This Link আরও একটি পুরাতন পোস্ট: Click This Link ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১৪ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।