ভালোবাসায় ঈশ্বর .. ভালোবাসায় তুমি .. ভালোবাসায় আমি .. ভালোবাসায় অন্য সবাই... শুধু জেনো ..ভালোবাসায় ভালোবাসা সেই কবে চলে গেছো তুমি ..... বহুকাল পড়ে আজ ফের দেখা ! খুব সুখে নেই দেখেই বোঝা যায় ! ফিটফাট নেই কাপড় জামায় ! সেই যৌবন , সেই ছিরি কোথায় হারালে ? চোখের নীচে কালি , বিবর্ণ চেহারা ! খুব মায়া হোল কেন জানি ! অনেক কথা জানতে ইচ্ছা হোল ! ইচ্ছা করছিলো শাড়ির আঁচলে মুছে দেই তোমার কপালের বিন্দু বিন্দু ঘাম ! তবু ইচ্ছাগুলো কে বাক্সবন্দী করে রেখে দিলাম ! সময়ের একাকিত্তে মনে পড়ে গেলো সেই সৃতি ..... একদিন সব নৈতিকতা বোধগুলো কি নিদারুন ভাবে বিসর্জন দিয়ে.. সদর্পে হেঁটে গিয়েছিলে আমার বুকের জমিন মাড়িয়ে ! বহুকাল পর আজ ফের দেখা ! আমার চোখে চোখ পড়তেই ...... হাসলে তুমি গৌরবের হাসি ! যদিও তা ছিল ম্লান ! করুনা নয় ক্যামন এক বোধে তোলপাড় করলো বুক !!
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।