আমাদের কথা খুঁজে নিন

   

দুই রাক্ষসীর পেটে এখন ১৭১ মায়ের কলিজা

হাসিনা বা খালেদা, দুই জননেতা বা দেশনেতা সব কিছুই করছে দেশবাসীর জন্যে। নিজেদের জন্যে কিছুই না। খুব ভাল কথা। তাহলে এতগুলো মানুষ খুন করার অধিকার কে দিয়েছে তাদের? কাদের স্বার্থে এই অরাজাগতা ? ৪৫০০ মানুষকে পঙ্গু করা হল, তার দায় কেন বিরোধী দল নেবে না? আমি বলছি, দেশের মানুষ ভালই আছে। শুধু ভাল নেই রাজনীতির সাথে জড়িতরা, অপরাধীরা।

আমি বর্তমান সরকার কে বলছি, ১) রাষ্ট্রের আইন কে প্রতিষ্ঠিত করুন। ২) সাধারণ জনগনের নিরাপত্তা নিশ্চিত করুন, অপরাধীদের নয়। ৩) বেকারত্ত্ব দূর করুন যাতে ৭০ টাকায় শিক্ষিত পিকেটার খুজে না পাওয়া যায়। ৪) বিরোধী দলকে মুখোমুখি নয়, বরং পাশাপাশি রেখে রাষ্ট্র পরিচালনা করুন। বিরোধী দলের নেতাদের বলছি: ১) নিজেদের বিরোধী দল না ভেবে সরকারের পরিপূরক সরকারী দল ভাবুন।

২) অপরাধ কে প্রশ্রয় দেবেন না। যে সাপ অন্য কে কামড়াতে পারে সেই সাপ আপনাকেও দংশন করতে পারে। একটা পিঁপড়ার কামড় হয়ত অগ্রাহ্য। কিন্তু একটা পিঁপড়ার কলোনীর কামড় হাসিনা/খালেদা কেউ সহ্য করতে পারবেন না। এখনও সময় আছে... ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।