আমাদের কথা খুঁজে নিন

   

গডফাদার-২২

সকালবেলা নাস্তার টেবিলে অনন্যার মলিন মুখ আর বিধ্বস্থ চেহারা দেখে ফাহমিদা জিজ্ঞেস করলেন, কী হয়েছে বউমা? তোমাকে এমন দেখাচ্ছে কেন? অনন্যা বলল, কিছু হয়নি মা। জামাল চেয়ারে এসে বসল। ফাহমিদা জিজ্ঞেস করলেন, হ্যাঁ রে তুই এত রাত পর্যন্ত বাইরে কী করিস্ বল্ তো? জামাল বলল, আমার অনেক কাজ, ব্যবসা, রাজনীতি আরো কত কী? হ্যাঁ তোর বাপও তো ব্যবসা করে, এই দেখ সকালবেলা বেরিয়েছে দুপুরে বাসায় ভাত খাবে রাত ন'টার মধ্যে বাসায় ফিরবে। তোর আবার এত রাত হয় কেন? রাজনীতি করিস্ বলে? তুমি ঠিকই ধরেছ মা। তাই বলে সংসার জীবন বাদ দিয়ে রাজনীতি ? জামাল অনন্যার দিকে রাগান্বিত চোখে তাকিয়ে বলল, সংসারে তো কোন অসুবিধা নেই মা।

আসলে তোমার বউমা তোমার কানে সবসময় আমার বিরুদ্ধে উল্টা-পাল্টা কথা বলে তোমাকে আমার বিরুদ্ধে ক্ষেপিয়ে তুলছে। ফাহমিদা রেগে গেলেন, কিছুটা ধমকের সুরে বললেন, চুুপ কোন কথা বলবি না, বউমা আমাকে কিছু বলেনি আমি নিজেই তোর চাল-চলন দেখে বলছি, কতদিন হলো তোদের বিয়ে হয়েছে একদিনও বউকে বেড়াতে নিয়ে গেলি না, ইচ্ছা করে ব্যস্ততা দেখিয়ে বউমাকে সময় দিচ্ছিস্ না। কিছু বললেই শুধু বলিস্ ব্যবসা আর রাজনীতি, তোর অবস্থা দেখে মনে হয় পৃথিবীতে আর বোধ হয় কেউ ব্যবসাও করে না আর রাজনীতিও করে না। মা তুমি কিছু বলতে এসো না, আমাকে আমার মতো থাকতে দাও। আমি কিছু বলব না মানে? আমার চোখের সামনে বউমা সারাদিন মুখ ভার করে বসে থাকবে আর আমি কিছু বলব না এটা হয় না, এটা একজন মায়ের দায়িত্ব না।

আজ তুই আমাকে বল্বি সমস্যাটা কী? বউমার দোষ কী? জামাল কোন কথা বলল না। তাড়াতাড়ি নাস্তা শেষ করে বলল, মা আমার একটু তাড়া আছে আমি গেলাম বলে জামাল কোন কথা বলার সুযোগ না দিয়ে উঠে পড়ল । জামাল চলে যাবার পর ফাহমিদা বললেন, বউমা তুমি কিছু বলো এভাবে চুপ করে থেকো না। অনন্যা শুষ্ক মুখে বলল, আমি কী বলব মা? সংসারে সুখের জন্য তোমার যা করা প্রয়োজন তাই করো। অনন্যা কিছু বলল না, মাথা নত করে বসে রইল।

ফাহমিদা অনন্যাকে বললেন, বউমা তোমাদের বিয়ের তো অনেকদিন হলো যদি একটা বাচ্চা থাকতো তবে সেই বাচ্চার সঙ্গে হেসে খেলেই তোমার সময় কেটে যেত অন্তত তুমি সবসময় নিঃসঙ্গতা অনুভব করতে না। কোন দিক দিয়ে সময় পার হয়ে যেত তুমি বুঝতেই পারতে না। অনন্যা কিছুু বলল না লজ্জায় মাথা নত করে বসে রইল। ফাহমিদা আবার বলতে শুরু করলেন, আমাদেরও বয়স হলো এখনো নাতি-নাতনীর মুখ দেখলাম না। কখন মরে যাই ঠিক আছে? তোমরা যে কেমন স্বামী-স্ত্রী? অনন্যা মুখে কিছুই বলল না মনে মনে বলল, আমিও তো মা হতে চাই মা।

চলবে.. গডফাদার-০১  ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।