আমাদের কথা খুঁজে নিন

   

আমি আর বন্দী হতে চাই না

দিন আগে খুব কাছের বন্ধু চরম বাশ দিলো আমাকে। কাউকে বিশ্বাস করতে পারছি না এখন। আমার মিডিয়াভাগ্য খুবই ভালো। যত চিপায়ই থাকি না কেনো ঠিকই আমাকে খুজে বের করে ফেলে। কিছু ঘটনা শেয়ার করলেই বুঝে যাবেন কেনো এ কথা বলছি।

ঘটনা ১ ২০০৮ সাল, প্রথম বই মেলায় এসেছি। আগে বইমেলা কি জিনিস জানতামও না। বইমেলায় বইয়ের দোকানের পাশাপাশি এফ.এম চ্যানেলদেরও স্টল ছিলো। তখন আমি আবার ফুলটুশ এফ.এম প্রেমী ছিলাম। তাই মেলায় ঢুকেই প্রথমে এফ.এম স্টলে গেলাম।

দেখি ওরা ফর্ম বিতরন করছে যেখানে মান ,ঠিকানা, কোন প্রোগ্রাম বেশি ভালো লাগে, কোন আর জে বেশি ভালো ইত্যাদি পুরন করতে হয়। আমিও মহা আনন্দে ফর্ম নিয়ে পুরন করতে বসে গেলাম। নাম ঠিকানা লিখছি এমন সময় পাশ থেকে এক ভাইয়া ফর্মে আমার নাম দেখে আমাকে বললো, "এক্সকিউজ মী নাইয়াদ আপু,আমি কি একটু কথা বলতে পারি আপনার সাথে?" আমি একটু ভাব নিয়েই বললাম , "জ্বী বলুন। " সাথে সাথে দেখি তার হাতে মাইক্রোফোন এবং পিছনে আর টিভির ছাপ্পড় মারা ক্যামেরা নিয়ে একজন দাড়িয়ে আছে। আমি বলতেও পারলাম যে ভাইয়া আমি ক্যামেরার সামনে কথা বলবো না।

তার আগেই উনি আমার দিকে ছুড়ে মারলেন তার প্রথম প্রশ্নবাণ " বাংলা একাডেমীর জায়গা স্বল্পতার পরেও বইয়ের দোকান না দিয়ে এফ.এম চ্যানেলের স্টালের জন্য জায়গা দেওয়াটা আপনি কতটা সমর্থম করেন?" আমি তখন নিউ ঢাকা কামার, ঠিক করে কথাও বলি না, মিনমিন করে বললাম "এখনতো সবাই এফ.এম মুখী,আর যেহেতু ওরা নিয়মিত আপডেট দিচ্ছে বইমেলার ব্যাপারে সুতরাং এটা একটা পজিটিভ দিক, এছাড়াও অনেকেই এফ.এম চ্যানেলের আর জে দের সাথে দেখা হবে এই আশায় হলেও বইমেলায় আসছে সুতরাং এটা খুব একটা খারাপ না। " এর পর উনার দ্বিতীয় বাণ " বইমেলার জায়গা স্বল্পতার ব্যাপারে আপনি কিছু বলুন" আমার উত্তর(গলার স্বর আরো মিনমিন করছে) "এটা উর্ধতন কর্মকর্তারা ভালো বলতে পারবে, কেনো তারা জায়গা বাড়াচ্ছে না" এরপর উনি আমার প্রতি দয়া প্রদর্শন করেলেন এবং আর কোনো বাণ না ছুড়ে বিদায় নিলেন। এ ঘটনার পরের ২ দিন আমি বাসায় আর টিভি দেখিনাই ঘটনা ২ ২০০৯ এর সময়, তখন প্রচুর ঘুরাঘুরি করতাম। ধানমন্ডি লেক, টি.এস.সি, কার্জন হল ছিলো সবচেয়ে কমন প্লেস। এক দুপুরে টি.এস.সি গেলাম এক বান্ধবীর সাথে দেখা করার জন্য।

গিয়ে দেখি ও তখনো আসে নাই। আরো ৩০ মিনিট লাগবে আসতে। কি আর করবো, ডাসের সামনে বসে বসে ওয়েট করতে লাগলাম একা একা, এমন সময় নজরে পড়লো ক্যমেরা। পাত্তা না দিয়ে চুপচাপ বসেই রইলাম। কত বড় ভুল ডিসিশন ছিলো সেটা বুঝলাম কিছুক্ষন পরেই।

একটা ভাইয়া আমার কাছে এসে খুব করুন মুখ করে বললো "এক্সকিউজ মী আপু, একটা ফেভার করবেন প্লীজ" আমি সাথে সাথে মাদার টেরেসা ভাব নিয়ে বললাম, অবশ্যই ভাইয়া, কি হয়েছে বলেন" উনি যা বললেন তার সারমর্ম ছিলো যে কোনো এক টিভি প্রোগ্রামে তারা বিভিন্ন সেলিব্রেটিদের ইনভাইট করেন এবং তাদের সম্পর্কে পাবলিক ভিউ জানতে চান। এবারের গেস্ট হবে অভিনেতা জয়। সুতরাং আমি যদি একটু কষ্ট করে জয়ের জন্য কিছু বলি ক্যামোর সামনে তাহলে তাদের জন্য ভালো হয় আমি বললাম আশেপাশে আরো অনেকেই আছে তাদের কাউকে বলুন,আমি পারবোনা। উনারা রাজী হলেন না, ভাবখানা এমন যে আমি না বললে উনাদের প্রোগ্রাম বন্ধ হয়ে যাবে। আমি পাশের এক ছেলেকে দেখিয়ে দিয়ে বললাম ওখানে ট্রাই করতে,কিন্তু উনি তেলতেল মুখ করে বললেন, না মানে, আপু বুঝেনই তো, মানে আসলে একটা মেয়ে হলে হয় তখন আমি আর একটা মেয়েকে দেখিয়ে বললাম উনার কাছে যেতে।

ঐ ভাই তখন বললো, আসলে আপু আপনার ক্যামেরা ফেইস ভালো তাই আপনি হলেই ভালো হয় মনে মনে কই হায়রে পোলাপাইন, কি পাম্পটাই না দিলো, সেই যে ফুললাম আমি,আজ অবধি মোটুই রয়ে গেছি যাইহোক উনার দেওয়া তেলের জন্যই হোক আর অন্য কিছুর জন্যই হোক অনুরোধে ঢেকিটা গিলেই ফেললাম। মাইক্রোফোন হাতে নিয়ে নিচু গলায় বললাম, জয় ভাইয়া আপনার অবড় একজন ফ্যান, আপনার অভিনয় আমার খুব ভালো লাগে, ভবিষ্যতে আরো ভালো অভিনয় করেন আশা করি। ঠিক তখনই তেলানো ভাইয়া বলে উঠল, হলো না আপু আর একটু জোরে বলতে হবে। এ কথা শুনে আমি চিৎকার করে বললাম, আর কত জোরে বলবো? উনি বললেন এর থেকে আর একটু আস্তে বলতে হবে। অতঃপর বলা শেষ করলাম।

তারা ধন্যবাদ জানিয়ে বিদায় নেবার সময় অনুষ্ঠানের সময়সূচী জানিয়ে গেলো। সময়সূচী মোতাবেক আমি আমার টিভি অফ রাখছিলাম। কিন্তু আমার টিভি অফ থাকলে কি হবে অন্যদের টিভি তো খোলা, যে কারনে পরবর্তী কিছুদিন বেশ ফোনকল পেতে হয়েছিলো আমাকে ঘটনা ৩ এ ঘটনা মনে হয় এখন সবাই জানে মোটামুটি, তাই আমার রিপীট করতে চাই না। এখন পর্যন্ত এটা সবচেয়ে ভয়াবহ আমার জন্য। ক্যম্পাস, ফেইসবুক, ফোন সবখান থেকেই এক কথা।

গতকাল রাতে আম্মুর বকা পর্যন্ত শুনেছি এছাড়াও বিচ্ছিন্নভাবে অনেকবার মিডিয়া আমার পিছু নিয়েছিলো তবে আমি অত্যন্ত চতুরতার সহিত পলায়ন করতে সক্ষম হয়েছি। দোয়া রাইখেন এইসব আজাইরা কাজে যাতে আর ক্যামেরাবন্দি না হতে হয় আমাকে। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।