১৫ জানুয়ারীঃ শনিবার সন্ধ্যায় মশাল মিছিলের মাধ্যমে ৪ দফা দাবি জানালো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাধারন ছাত্ররা। সন্ধ্যা ৬ টার সময় মিছিল শুরু হয় এবং প্রায় ঘন্টাখানেক সময় মিছিল চলে। মিছিলে সাধারণ ছাত্ররা ৪ দফা দাবি জানায়- হত্যার সাথে জড়িতদের ছাত্রত্ব বাতিল এবং রাষ্ট্রীয় আইনে তাদের দ্রুত বিচার; হত্যার পিছনে যারা মদদ দিয়েছে এবং যারা সমর্থন দিয়েছে তাদের চিহ্নিত করে বিচার করা; প্রক্টর, সিকিউরিটি অফিসারের দায়িত্ব অবহেলার বিচার; জরা-জীর্ন মেডিকেল সেন্টার ভেঙ্গে পূর্নাঙ্গ হাসপাতাল নির্মান। প্রক্টরের পদত্যাগের কথা শোনা গেলেও এখনো তিনি পদত্যাগ করেনি বলে জানা গেছে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।