এই দেশ, এই প্রকৃতি ও খুব কাছের মানুষ ছেড়ে কোথাও মিলিয়ে যাবো একদিন, সে সব কথা ভাবতে খুব কষ্ট হয়। মানুষের কাছে, প্রকৃতির কাছে আমি ঋণী। সেসব ঋণ শোধ করা হবে না কোনদিনই। তবু যেতেই হবে। যেতে হয়। আমার প্রতিদিনের ভাবনা এবং জীবনের কিছু কথা যাবার আগে বলে যেতে চাই [কবি শাহিদুল হককে উৎসর্গ] কষ্টের পাহাড় দ্রোহের আগুনে ছাড়খার করেছি পুড়ে যাওয়া অটল পাহাড়ের ছাইভস্মের মধ্যে বিপ্লবের বীজ বুনে যাবো বলে। জয় হাক মেহনতি জনতার, জয় নিপীড়িতের শোষিত-লাঞ্ছিত আর বঞ্চিতদের। এ দেশের পাহাড়-নদী-মাঠ-ঘাট আমার পিতামহের তীর্থভূমি-স্বপ্নের আবাস লাখো শহীদের রক্তে ধোয়া প্রিয় স্বদেশ এ মাটিতে রক্তপিপাসু হায়েনার কফিনে শেষ পেরেক ঠুকে দিতে চাই, তাই- ঘুম ভাঙানিয়া গান গেয়ে গেয়ে বিদ্রোহের আগুন ছড়িয়ে দিতেই জন্ম আমার রক্তস্নাত এই দেশে! আর কতো কান্না, কত শোকের মাতম ? আমরা যাদের হারিয়েছি বাহান্নতে-একাত্তরে আমাদের বিদ্রোহের শোণিত তরবারি তারা, দীক্ষাগুরু বিপ্লবের - ওরা দেবদূত সূর্যের পথে আলোর দিশারী ওরা। কে আছো তারুণ্য স্বদেশের জন্য নিবেদিত? ভাঙো ঘুম, জেগে ওঠো এবার, জেগে ওঠো আগ্নেয়গিরির মতো, উল্কাপিন্ডের ন্যায় নেমে এসো সাহসী মন্ত্র উচ্চারণে ‘বিপ্লব দীর্ঘজীবী হোক- জয় হোক মেহনতি জতার।’ ৬ জানুয়ারি, ২০১২
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।