আমাদের কথা খুঁজে নিন

   

২২ শে শ্রাবণ:

আমার কিন্তু স্বপ্ন দেখতে আজও ভাল লাগে। অনেকদিন পর কাল হঠাৎ মুভি দেখতে বসলাম। ২২ শে শ্রাবন, শ্রীজিৎ মুখার্জির সিনেমা। গল্প খুব সরল কিন্তু জোর করে তাকে গরল বানানো হয়েছে। একজন সিরিয়াল কিলার সারা শহরে একটার পর একটা খুন করে যাচ্ছে।

কেউ তার কোনো হদিস পাচ্ছে না। ঘটনার শুরুতে মনে হচ্ছিল সিরিয়াল কিলিং করে যাচ্ছে একজন কবি কিন্তু সময়ের আবর্তে প্রকাশ পায় সে নেপথ্য নায়ক প্রসেনজিৎ, যে একজন বরখাস্ত পুলিশ অফিসার। সে পুলিশ বিভাগ থেকে বরখাস্ত হয়েছিল আসামিদের সাথে সহিংসতার কারনে। ক্রিমিলানদের সে সহ্য করতে পারতনা। এভবেই নাটকীয়তার মধ্য দিয়ে পরিনতির দিকে আগায় ২২ শে শ্রাবণ।

যাই হোক স্ক্রিেপ্টরে সবচেয়ে দূর্বল দিক ছিল প্রসেনজিৎ এর অতিমানবীয় চরিত্র। এটাই অধিকাংশ বাংলা সিনেমার দূর্বল দিক। নায়ক মানেই তাকে অসম্ভব কিছু হতে হবে, হতে হবে অপরিসীম ক্ষমতাধর। সিনেমার শুরু থেকেই বুঝা যাচ্ছিল যে, কবিটা একজন সিরিয়াল কিলার আর প্রসেনজিৎ পিছন থেকে কলকাঠি নাড়ছে শেষে তাই হলো। তাই পর্যাপ্ত পরিমানে গতি আসছিল না।

বিশ্রী রকমভাবে গালাগাল ছিল প্রসেনজিৎ এর সংলাপে। টিভি রিপোর্টারদের কবির ইনটারভিউ নিতে যাওয়ার দৃশ্যটাকে অপ্রয়জনীয় সংযোজন বলেই মনে হয়। অসম্ভব সুন্দর গানগুলি সিনেমটাকে এক অসাধারন উচ্চতায় নিয়ে গেছে। সব মিলিয়ে উপভোগ করার মত একটা সিনেমা ২২ শে শ্রাবণ ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।