জানার আগ্রহ মানুষের চিরন্তন, বই হলো তার বাহন, আইনের মৃত্যু আছে কিন্তু বইয়ের মৃত্যু নেই।
ইন্টারনেট একটি মুক্ত জায়গা। বর্তমানে সামাজিক যোগাযোগের ওয়েবসাইট, ব্লগ, অনলাইন ফোরামগুলো পরস্পরের সাথে যোগাযোগ করার পথটি আরো সহজ করে দিয়েছে। প্রায় সব ক্ষেত্রেই এই সেবাগুলো বিনা মূল্যে পাওয়া যায়। তাই ব্যবহারকারীর সংখ্যাও দিন দিন বাড়ছে।
এসব সাইটে অনেকেই খুঁজে পান পুরনো দিনের বন্ধুদের, সেই সাথে নতুন নতুন বন্ধু পাওয়ার সুযোগ তো আছেই। তবে সহজ যোগাযোগের কারণে বর্তমানে বিপদও ঘটছে অনেক।
ব্যক্তিগত গোপনীয়তাঃ
ইন্টারনেটে গুরুত্বপূর্ণ একটি বিষয় হলো ব্যক্তিগত নিরাপত্তা ও গোপনীয়তা।
ক. সামাজিক যোগাযোগের ওয়েবসাইটে প্রাসঙ্গিকভাবে ব্যবহারকারীরা তাদের ব্যক্তিগত তথ্য দিয়ে থাকেন। তবে আপনার বন্ধুর তালিকায় নতুন কারা যুক্ত হচ্ছেন লক্ষ্য রাখতে হবে।
খ. সেই সাথে আপনার প্রোফাইলের কোন অংশটি কাদের জন্য উন্মুক্ত করবেন সেটিও সঠিকভাবে নির্ধারণ করে দিলে আপনি কিছুটা হলেও নিরাপদ থাকতে পারবেন।
গ. আপনার পারিবারিক ছবিগুলো সবার জন্য উন্মুক্ত করা থেকে বিরত থাকুন।
ঘ. বর্তমানে ছবি আদান-প্রদানের জন্য ফ্লিকার এবং পিকাসা বেশ জনপ্রিয় ছবি শেয়ারিং সাইট। এ ক্ষেত্রে ব্যক্তিগত গোপনীয়তার স্বার্থে আপনার ছবিটি ডাউনলোড করতে পারবে কি না, সেটিও নির্ধারণ করে দিতে পারেন।
ক্ষতিগ্রস্ত হচ্ছে নারীঃ
১. ব্যক্তিগত মুহূর্তের ছবি তুলে পরে ব্ল্যাকমেইল করা বা সেই ছবি ছড়িয়ে দেয়ার ঘটনা বর্তমানে অহরহ ঘটছে।
তবে এ ক্ষেত্রে পুরো ক্ষতিগ্রস্ত হচ্ছে মেয়েরাই।
২. মোবাইল ফোন ও ইন্টারনেটের মাধ্যমে যে কারোরই ব্যক্তিগত ছবি ছড়িয়ে পড়তে পারে। ছড়িয়ে পড়ছেও। কিন্তু বেশির ভাগ ক্ষেত্রেই মেয়েরা ভিকটিম হওয়ায় যত দ্রুত সম্ভব সামাজিক কারণে বিষয়টি ধামাচাপা দেয়া হয়।
৩. ইন্টারনেটের ওয়েবসাইট থেকে ছবি হয়তো অপসারণ করা যায় দ্রুতই, কিন্তু মাত্র কয়েক মিনিটের মধ্যে অসংখ্য কম্পিউটার, মোবাইল ফোনে ছড়িয়ে পড়ে ওয়াইফাই ব্লুটুথের মতো প্রযুক্তির কল্যাণে।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।