আমাদের কথা খুঁজে নিন

   

অনলাইনে কুরআন, বুখারী শরীফ, হাদীসে কুদসি । ##

সততাই সর্ব উৎকৃষ্ট পন্থা। অনলাইনে কুরআনঃ http://www.ourholyquran.com/ http://www.quraanshareef.org/ http://www.quran.gov.bd/ http://tanzil.net সূরা আশ-শামস ০১. শপথ সূর্যের ও তার কিরণের, ০২. শপথ চন্দ্রের, যখন তা সূর্যের পশ্চাতে আসে, ০৩. শপথ দিবসের, যখন সে সূর্যকে প্রখরভাবে প্রকাশ করে, ০৪. শপথ রাত্রির, যখন সে সূর্যকে আচ্ছাদিত করে, ০৫. শপথ আকাশের এবং যিনি তা নির্মাণ করেছেন, তাঁর। ০৬. শপথ পৃথিবীর এবং যিনি তা বিস্তৃত করেছেন, তাঁর, ০৭. শপথ প্রাণের এবং যিনি তা সুবিন্যস্ত করেছেন, তাঁর, ০৮. অতঃপর তাকে তার অসত্ কর্ম ও সত্কর্মের জ্ঞান দান করেছেন, ০৯. যে নিজেকে শুদ্ধ করে, সেই সফলকাম হয়। ১০. এবং যে নিজেকে কলুষিত করে, সে ব্যর্থ মনোরথ হয়। এখানে মহান আল্লাহ্‌ তায়লা তার সৃষ্টির বিভিন্ন নিদর্শনের শপথ করে বলেছেন যারা নিজের বিবেককে কাজে লাগিয়ে সৎ কর্ম করে সেই সফলকাম হয়। অপরদিকে যে খারাপ কাজে মগ্ন থাকে, নিজেকে শুদ্ধ করেনা সে ব্যর্থ মনোরথ হয়। আসুন আমারা এই আয়াত গুলোর মর্ম বোঝার চেষ্টা করি।  

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।