আমাদের কথা খুঁজে নিন

   

নেই বিভ্রম, সব নীল জল

সাহিত্য তখনি সুন্দর যখন তাতে আনন্দ পাওয়া যায় মনে রাখার ভাবনায় ডুবে নেই এখন, আমি ছোট্ট কৃষ্ণচূড়া বড় হতে দেখেছি... এখন সকালে নীল শার্ট জড়াতে হয় না, আমি চাদরে জড়ান আমাকে দেখে নিয়েছি... ঘাসের শিশির খেলার ছলে মাড়িয়ে দেই না এখন, আমি এখন ছুঁয়ে দেখি... প্রজাপতি দেখে মুগ্ধ হই এখনো, তবু ভেব না, আরেক মনের আনাগোনায় পরেছি... অনেক ক্লান্ত দুপুর পর আবার দেখেছি, অবাক হয়ও না... পরিহাসের হাসি হেসেছি... বুক খাঁচার যন্ত্র কাপেনি,শান্তই ছিল... তাইত সকালে তুমি আর বিভ্রম নও... আমি যে ছোট্ট কৃষ্ণচূড়া বড় হতে দেখেছি ...।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।