আমাদের কথা খুঁজে নিন

   

২১ জানুয়ারি সন্ধ্যায় –“কিসসা শোনার আসর” –আপনি আমন্ত্রিত

এবার হবেই! লোরকের পাশে এবার আপনিও >> ০১৮৩৬৫৫৫৬৪০ ছোটবেলায় দাদী-নানীর মুখে অনেক কিসসা (গল্প) বা হাস্তর শুনতাম। দাদী-নানীকে মাঝখানে রেখে আমরা সব নাতি-নাতনিরা গোল হয়ে বসে কিসসা শুনতাম। ভূতের কিসসা শোনার জন্য বেশি বায়না ধরতাম। এছাড়াও মুরব্বিদের কাছ থেকে শুনতাম অনেক লোককাহিনী- এরমধ্য বোকা জামাই নিয়ে গল্পগুলো বেশ মজার ছিল। নাগরিক এই জীবনে সেই স্বাদ আর কোথায়।

তাছাড়া এখনকার এই প্রজন্ম আমাদের সেই কিসসা গুলোর সাথে পরিচিত নয়। আপনাকে তাই সেই পুরনো দিনে ফিরে নেবার জন্য এবং এখনকার এই প্রজন্মকে আমাদের লোক কিসসার সাথে পরিচিত করে দেবার জন্য আমাদের একটুখানি প্রয়াস –“কিসসা শোনার আসর” এই আসরে আপনিই শ্রোতা এবং আপনিই বক্তা। আমরা আপনার কাছ থেকে কিসসা শুনবো এবং আপনি আমাদেরটা শোনবেন। উল্লেখ্য, ভালো কিসসার জন্য রয়েছে আকর্ষণীয় পুরস্কার। তাই আপনার নাম এখনই নিবন্ধন করে ফেলুন যদি আপনি আসরে কিসসা বলতে চান।

নিবন্ধনের জন্য মোবাইল করুন- ০১৯১৯৪৬৩৩৩০ অনুষ্ঠানের কিছু বিবরণঃ অনুষ্ঠানের স্থানঃ বটতলা, ঢাকা বিশ্ববিদ্যালয় অনুষ্ঠানের তারিখঃ ২১ জানুয়ারি,২০১২ শনিবার সন্ধ্যায় ৫.৩০টা প্রধান অতিথিঃ বিশিষ্ট লেখক সব্যসাচী পাহাড়ী অনুষ্ঠানের শেষে আছে পুঁথি পাঠ এবং যশোরের গুড়ের মুড়ির মোয়া। তাই আপনি আপনার বন্ধুকে নিয়ে চলে আসুন  ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।