কিছু জানার থাকলে জিগান আমারে...হা হা হা কোলকাতা'র জনপ্রিয় ব্যান্ড "ভুমি"র জনপ্রি্য গান, "তোমার দেখা নাই"। গানটি লেখা, সুর এবং গাওয়া হল সুরজিৎ চ্যাটার্জী'র। আমার খুব প্রিয় শিল্পী তিনি। কোন একটা অনুষ্ঠানে তার এই গানটি লেখার কাহিনী বলেছিলেন। তিনি তার প্রিয় মানুষের জন্য বাড়িতে অপেক্ষায় ছিলেন, তার দেরি এই বিখ্যাত গান এর জন্ম দেয় তখন। আমিও কোন এক প্রিয় মানুষের মুঠোফোন বার্তা'র (মেসেজ) অপেক্ষা্য় ছিলাম, আর বসে বসে তাকে মজার কিছু লিখে পাঠানোর চিন্তায় ছিলাম। সাথে সাথে নিচের কথাগুলো মাথায় এলো: ভাই এর রুম, এ কম্পিউটার আমি আরাম কেদারায় বসে, নেট ব্রাউজ করি রে গরম চা এ(সুগার ফ্রি), চুমুক দিই আমি ফেসবুক'র ই পেইজ টা খুলে, পাতা উল্টাই রে মেসেজ এর টোন টা শুনে, ছুট্টে গিয়ে চেকটা করি মেসেজ এর টোন টা শুনে, ছুট্টে গিয়ে চেকটা করি মুর্দা'র মেসেজ আসে, তোমার মেসেজ নাই তোমার মেসেজ নাই রে, তোমার মেসেজ নাই তোমার মেসেজ নাই রে, তোমার মেসেজ নাই...
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।