কাঙাল জানিয়া বাবা দিও দরিশন, অধম জানিয়া বাবা দিও দরিশন..... তোমাকে ভালোবাসলাম , হুদয়ে কাঞ্চন জংগার ভালোলাগা। গভীরে লালন করলাম, মনের গভীরে অবিশাস্য জোয়ার : ভালোবাসার সুনামীতে, বারবার লন্ডভন্ড আমি । তোমাকে চাইলাম আবেগে.. চাইলাম নিঃস্তব্ধতায় , চাইলাম প্রবঞ্চনায় । বারবার ধ্বংসযজ্ঞের দ্বারপ্রান্তে প্রতিরোধ করে আবারো, ভালোবাসাই জেগে উঠে। তোমাকে চাইতে যেয়ে পিপাশার্ত আমি । কে নিবারন করবে আমার আজন্ম এই তৃষ্ণা ? তাই বারবারাদের অভিপ্রায়ে ক্ষতিগ্রস্থ । যা ক্ষতি সব আমার ! যা হবার সব আমারই হলো আজন্ম এই ক্ষতির দায় একান্ত আমার নিজের।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।