আমরা সবাই অভিনয় শিল্পী এই রঙ্গমঞ্চের...... শুক্রবার ছুটির দিন থাকায় বাসায় গত কাল আর আজ মিলিয়ে কাজিন রা সবাই এসেছে। তাই সকাল এর একটু পরে সবাই মিলে বাসার পাশেই পার্কে ঘুরতে গেলাম। গিয়ে দেখি ঐখানে ঘুড়ি উৎসব হচ্ছে, আর ও ১ দিন চলবে। ছোট বেলায় অনেক ঘুরি উড়িয়েছি, আর এ কারনে আম্মুর মারও খেতে হয়েছিল অনেক বার। কাজিনরাও ধরল ওরা ঘুড়ি উড়াবে।
পাশেই একজন ঘুড়ি নাটাই সুতা সব বিক্রি করছিল। ভাবলাম উড়ায়। কিন্তু ঘুড়ির দাম শুনতেই হার্টবিট বন্ধ হওয়ার উপক্রম । সেট - ২০০ টাকা ( নাটাই , ১ টা ঘুড়ি আর সুতা ) , আর আলাদা ভাবে ১টা ঘুড়ি ৪০ টাকা, নাটাই ১৪০টাকা আর সুতা ৪০ টাকা। আমরা ছিলাম ১২ জন ।
হিসেব করে দেখলাম কমপক্ষে আমাদের ৮ সেট কিনতে হবে, সাথে ৮টা আলাদা ঘুড়ি। এক বাজার এক রেট। কোন দামাদামি নাই। মানে ১৬০০ টাকা শুধু ঘুড়ির পেছনে।
এমন সময় এক বন্ধু ফোন করল।
সে আজ ঢাকায় আসবে। ওর সাথে কথা বলতে বলতে ঘটনাটা বল্লাম, কারন ছোট বেলায় আমি আর ও একসাথেই অনেক ঘুড়ি উড়িয়েছি । সে শুনে বলল দেস্ত তুই এক কাজ কর ঘুড়ি বানিয়ে নে আর আমি নাটাই ১০টা নিয়ে আসতেছি। ভাবলাম ওর আইডিয়াটা খারাপ না।
কাজিন দের বল্লাম।
ওরাও রাজি। মাঠ থেকে বেরিয়ে সোজা একটা ষ্টেশনারী দোকানে গিয়ে কয়েক টা কাগজ কিনে আনলাম। আর নিজেরাই বানিয়ে ফেল্লাম ১৫টা ঘুড়ি। সব মিলিয়ে আমাদের বেঁচে গেল প্রায় ১২০০ টাকার মত। আর এই ১২০০ টাকা দিয়ে সবাই মিলে বিকাল বেলা বাইরে খেয়ে আসলাম।
আরে ভাই ব্যবসা করবি কর, তাই বলে পুকুর চুরির জায়গায় সাগর চুরি করা শুরু করলি কেন। আমি বুঝিনা তার পর ও মানুষ কিনতেছে। ওদের স্টক বিকালের মধ্যেই শেষ। আমরা কোন জায়গায় আছি....যে যেভাবে পারছে সবাইকে ১০ হাত দিচ্ছে।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।