রেডিও লাইনে সব চাইতে উচ্চারিত একটা নাম RJ নীরব।পোলাডারে ভালই লাগতো।যদিও একটু আধটু হাফ লেডিস আছে।কিন্তু ইদানিং পোলাডারে কেমন যেনো উল্টা পাল্টা লাগতাছে। এই হাফলেডিস যে কত লেডিসের সরলতার সুযোগ নিয়া কাহিনি গরল করেছে সে হিসেব বাদই দিলাম। New year এর রাতে তো ভাই পুরাই আউলা আছিলো......যাউকগা হেইডা পুরান খবর.........নতুন খবর দেখলাম কাইল রাইতে. বাংলাভিশন চ্যানেল এর সরাসরি অনুষ্ঠান বাংলাভিশন মিউজিক নাইট। RJ নিরব আছিল যেখানে উপস্থাপক। অনুষ্ঠানে একটি মেয়ে ফোন করে নিরবকে বলে, আর কতো মেয়ের জীবন তুই নষ্ট করবি? কুত্তার বাচ্চা ভালো হইয়া যা। নিরব আসমান থেইক্কা পড়ল এই কথা শুইনা..এই কথা শুনার পরও না শুনার ভান করে নিরব বলে, কি উনি বুঝাতে চেয়েছেন আমরা বুঝি নাই, আশা করি পরে আবার ফোন দিবে। হ আমরাও আশায় থাকি এর পরের অনুষ্ঠানে যেনো আবার কোন মাইয়া তোর ধুতির গিটটা টান দিয়া খুইলা ফালায়.......
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।