আমার ভিতরে আমি স্বতন্ত্র জীবন যাপন করি। ঠিক কবিতা লেখার উদ্দেশ্যে লেখা না। হঠাৎ মাথায় আসলে দুএক লাইন লিখি, যা আর কখনই হয়ত বড় করা হয়নি। সেরকম কিছু কবিতা অথবা লাইন কাব্য।
১.
আমার স্বপ্নের মিছিল ছত্রভঙ্গ হল তোর বাস্তবতার লাঠিচার্জে।
টিয়ার গ্যাসতো চোখেই রেখে দিয়েছি
নতুন করে আর কি দিবি?"
২
শীতে চুপসে গেছে সিগারেট
আগুন জ্বালিয়ে আমি আর সিগারেট
উষ্ণতা ভাগাভাগি করলাম।
সিগারেট ধ্বংস হল
আমি বেঁচে থাকলাম।
৩
নিকোটিনের কত ধুসর স্পর্শ আছে আমার হৃৎযন্ত্রে।
ধোঁয়ারা কুন্ডলী পাকিয়ে করে সুখের বনভোজন।
একদিন কোন সুদিনে, বনভোজনের ধুসর স্পর্শ থেমে যাবে।
হৃৎযন্ত্র সেদিন ক্রিয়া বন্ধ করে দিবে।
হায় নিকোটিন সেদিন তোমাকে বড্ড মিস করবে হৃৎযন্ত্র।
৪
দীর্ঘায়ু হোক পাড়ার বখাটের শিস, আমি তবে নেচে যাই।
কিসে উনিশ বিশ।
সকালের কাকটা কেমন লজ্জিত
কাকের শরম ধর্ম হয়ে উঠে, তোমার কান পাতা অশ্লীল আলিঙ্গনে।
৫
স্বপ্নকে মাটি চাপা দিতে দিতে ভেঙ্গে গেছে শাবল কোদাল
বখাটে স্বপ্ন আজও সুযোগ বুঝে শিস বাজিয়ে উঠে।
দৌড়ে যায় আশা অন্তঃনগর বাস সার্ভিসের পিছনে
মাঝ রাতের কিছু খুশী শিরোনামহীন আমার হেডফোনে।
৬
তুমি আমাকে ডাক স্যাঁতস্যাঁতে বিশ্বাসে।
৭
তুমি আমার অপার স্বাধীনতার বুকে পাকিস্থানী হানাদার।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।