আমাদের কথা খুঁজে নিন

   

ভাইয়েরা ক্যাঁচাল বাদ দেন। আমারে হেল্পান। IBA আমারে র‌্যাগ দেয়ার জন্য ডাকছে।

Dhaka University IBA তে MBA ভাইভা ২৯ তারিখে। গুরুরা হেল্পান। আমি এর আগের intake এ ভাইভা থেকে বাদ পড়ছিলাম। কি কারনে তা অবশ্য জানিনা। আমাকে বেশি question ধরেনি, কিন্তু undergrad e low CGPA (2.96) নিয়ে অনেক পেইন দিছিল।

ওরা বলতিছিল যে এই রেজাল্ট নিয়ে কেমনে এখানে পড়ার আশা করেন? আমি কইছিলাম যে আপনাদের requirement to fulfill হইছে। কুয়েটের আমরা দুইজন ছিলাম, দুইজনই EEE, 04batch. দুইজনই সসম্মানে বাদ পড়ছি। এইবার আমি determined. এবার IBA তে ভর্তি হয়ে ছাড়ব। আপনারা এই ভাইভা সম্পর্কে যে যা জানেন শেয়ার করুন। বিশেষ করে এটা জানান যে তারা আসলে কি কি criteria চায় candidate দের মধ্যে।

আমার spoken ভালো। আর কি কি criteria develop করবো? দুই সপ্তাহ সময় আছে। সবাই প্লিজ হেল্প করেন। আমি ফ্রিল্যানসিং করি। এটা বলা কি ঠিক হবে? পাশ করার এতদিন পরও কেনো জব করিনা এইটা জিগাইলে সত্যি কথা বলা ছাড়া তো কোনো উপায় দেখিনা।

ফ্রিল্যানসিং এর ব্যপারে ওদের দৃষ্টিভংগি কেউ জানলে দয়া করে জানান। মাঝেমধ্যে রিপোষ্ট দিতে পারি। দয়া করে কেউ রাগ করেন না। বুঝতেই পারছেন, ব্যপারটা important. ধন্যবাদ সবাইকে। ভাল থাকুন।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ২২ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.