আমাদের কথা খুঁজে নিন

   

দি লক্ষণদাস সার্কাস

শাকিলা তুবা ঘুরে দাঁড়াও উলটো পা বাঁধা পড়ো বৃত্তে এবার তোমার দেবার পালা--- সার্কাস চলবে সারারাত হান্টার ধরা মেয়ের হাতে নাচো বাদামী বাঘ ঘুরে দাঁড়াও বাঘ, বাঁধা পড়ো বৃত্তে। ঘুরন্ত চাকতি হয়েছে বুমেরাং গলায় তোমার সূঁচের ফুটো মাথার কাছে স্যালাইন স্ট্যান্ড নার্সের ওষুধ ধরা হাতে জীবন তোমার ঘুরে দাঁড়াও ওগো আপাতঃ অসহায় তুমি ঘুরে যাক চিরচেনা জীবনের চিত্র। বায়োস্কোপের দৃশ্যপট যাচ্ছে বদলে একের পর এক বদল হচ্ছে ছবি প্রথমে সবল মেরেছে ঘুষি পরের দৃশ্যেই কুকুরের মাথায় মুকুট এক এক করে শেষে জরীর ফুল চমকাচ্ছে পালটে গেছে জীবনের জরুরী দৃশ্য। ঘুরে দাঁড়াও কে তুমি দুর্বল বদলে নাও প্রেক্ষাপট ছিনিয়ে নাও অত্যাচারীর স্বাধীনতা--- ফিরে যাও বুড়ো বাঘ, মুক্ত থাকো আপন বৃত্তে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।