আমাদের কথা খুঁজে নিন

   

→ আসছে সোশাল নেটওয়ার্ক 'আউটমাইউইন্ডো' ◄

বিখ্যাত মুভি স্টুডিও ওয়ার্নার ব্রাদার্স ফটো শেয়ার করার জন্য সোশাল নেটওয়ার্কিং সাইট তৈরি করেছে। ‘আউটমাইউইন্ডো’ নামের এ সাইটটি এবারের সিইএস মেলাতেই চালু হতে পারে। ‘আউটমাইউইন্ডো’ সাইটটি এখন ভিজিটরদের ইমেইল অ্যাড্রেস লিখে নিবন্ধনের প্রাথমিক কাজটা করে রাখতে বলছে। পরে সাইটটি চালু হলে তার নোটিফিকেশন মেইলে চলে আসবে। এখন কেবল একটি পেইজ দেখাচ্ছে।

ওয়ার্নার ব্রাদার্স তাদের ওয়েবসাইটে ইমেজ শেয়ারিং ওয়েবসাইট হিসেবে ছবি দিয়ে সোশাল নেটওয়ার্কিং বিষয়ে উপস্থাপন করেছে। মোবাইলে তোলা ছবি থেকে শুরু করে টেলিভিশনের ছবিও এ সাইটে যোগ করা যাবে বলেই উল্লেখ করেছে। এ সাইটটিতে ছবি আপলোড, শেয়ার, রেটিং সহ বন্ধুদের সঙ্গে যোগাযোগ বা অ্যালবাম তৈরি করা যাবে। এ সাইটটি তৈরির আগে ওয়ার্নার ব্রাদার্স অবশ্য একাধিক ট্রেডমার্ক আবেদন করেছিলো এবং এতে ভিডিও শেয়ারিং এর বিষয়টিও উল্লেখ করেছিলো। সোশাল নেটওয়ার্কিং বিশেষজ্ঞরা বলছেন, ওয়ার্নার ব্রাদার্স ইউটিউব-এর সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করতে পারবে এমন সাইট তৈরির চেষ্টায় আছেন।

এ ছাড়াও এ সাইটটি থেকে ওয়ার্নার ব্রাদার্স-এর মুভি ভাড়া নেয়া বা শেয়ার করার অপশনও থাকবে বলে ধারণা করা হচ্ছে। সাইটটির ওয়েব অ্যাড্রেস হচ্ছে http://www.outmywindow.com ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।