আমাকে যদি পৃথিবির যেকোন দেশে থাকার সুযোগ দেয়া হয় ...তবুও আমি বলবো ...আমি এদেশে থাকতে চাই ... আমি জানি আমার দেশ ঘুনে ধরা ... মরচে পড়া ... তবুও ... আমার দেশ যদি পৃথিবীর সবচেয়ে বাজে দেশ হয় ... এটা আমার ( তরুন সমাজের ) দ্বায়িত্ব আমার দেশকে সুন্দর করে গড়ে তোলা অনেক দিন হল লিখিনা ... আজও লিখতে চাচ্ছিলাম না ... লিখতে ইচ্ছা হল অনেক মন খারাপের জন্য ... আজ অনেক দিন পর ভালো লাগছে ... তৃপ্ত নয়, একটু সস্তি পেয়েছি বলা যেতে পারে ... বারবার শুধু একটা কথাই মনে পড়ছে ... ইস যদি বাবা এটা দেখে যেতে পারতো ... বাংলাদেশ বলেই এদেশে এখন ও গো আযম নিজামী র জন্য অনেক কাঠখড় পুড়িয়ে আদালতে দিতে হয় ... বাংলাদেশ বলেই নিজামীরা লাল সবুজ আকা পতাকার গাড়ীতে চড়ে ... বাংলাদেশ বলেই ... আমার খুব প্রিয় একজন শিক্ষক ( অধ্যাপক ড. আজিজুর রহমান, মনোবিজ্ঞান বিভাগ ঢা বি ) আজ বললেন , আমরা তো স্বাধীনতার সাধ ও সপ্ন হারিয়েছি সেই ৭৫ এই ... যে সপ্নে আকা এই স্বাধীনতা তা আজ পুরোনো শকুনের থাবাই নতজানু ... আমার ব্যক্তিগত ধারনা ... আ লীগ এই বিচার শেষ করে যেতে পারবে না বা ইচ্ছাকৃত ভাবেই দেরি করবে... আর তার পরের বার যদি বি এন পি জামাত ক্ষমতায় আসে তাহলে কি হবে তা ভাবতে ভয় হয় ... অনেক জল্পনা কল্পনার পর গ্রেপ্তার হলো গো আজম ( উনার জন্য হলেন লিখতে পারছি না বলে দুঃখিত ... উনাকে এত টুকু পরিমান শ্রদ্ধা দেখালে তা হবে শহীদ ৩০ লাখের প্রতি অমর্যাদা ) ... অনেক দিন পর ভালো লাগলো ... খুশি উৎফুল্ল তবে তৃপ্ত নয় ... যতদিন না এই সব রাজাকারের ফাসি দেখতে পারবো ... ততদিন এই অনির্বান শান্ত হবে না ... বাবা বলতেন আমি হইতো এদের বিচার দেখে যেতে পারবো না ... কিন্তু তুমি হয়তো পারবে ( বাবা কখনো আমাকে তুই বলতো না ... তার এ ব্যাপারে ফিলোসফি ছিল - প্রত্যেকটি সত্তাকেই তার প্রাপ্য সম্মান দেওয়া উচিত তাহলে তুমিও সম্মান পাবে ) ... আজ তোমাকে অনেক মিস করছি বাবা ... অনেক ... তোমাকে অনেক ভালোবাসি ... বাংলাদেশ অনেক ভালোবাসি তোমাকে ... অনেক ভালোবাসি ... একটি সত্যি ঘটনা - ২ নম্বর সেক্টরের সদর দপ্তর মেলাঘরে ক্যাপ্টেন হায়দার কথাচ্ছলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের মাস্টার্সের ছাত্র ফতেহ আলী চৌধুরীকে জিজ্ঞাসা করলেন, এই পৃথিবীতে সবচেয়ে ভালোবাসো কাকে? —নিজকে। —তাহলে মুক্তিযুদ্ধে এসেছ কেন? —দেশের জন্য নিজের প্রাণটা দেওয়ার জন্য। এখন আর আপনাকে প্রান দিতে হবে না ... রক্তক্ষয়ী যুদ্ধ ও করতে হবে না ... * আসুন আমরা সত্যের পাশে দাঁড়ায় ... আ লীগ বি এন পি বা জামাতের পাশে না দেশের জন্য দেশের প্রতি দায়িত্ববোধ থেকে আসুন দেশের পাশে দাঁড়ায় ... আর একবার দেশ কে ভালোবাসি ... আর একটা কথা - জানা আপু কে অনুরোধ করছিঃ আজ গো আজম এর জন্য যারা সাফাই গাইতেছে তাদের সবার ব্যান চাই ... ছাগু মুক্ত সামু চাই ... যারা আমার সাথে একমত তারা হাত তোলেন ...
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।